মধ্য আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল আজ তা নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এরপর ক্রমশ উত্তরে ও পশ্চিমে অগ্রসর হবে এবং ৭ তারিখে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। হাওয়া অফিসের পূর্বাভাস, ৮ তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সম্ভবত ১০ তারিখ এটি অন্ধ্র ও ওডিশা উপকূলে আছড়ে পড়তে পারে। ১০ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। দক্ষিণবঙ্গে শনিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, ১০ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সর্তকতা থাকছে। অন্যদিকে তাপমাত্রা বর্তমানে যেমন আছে একই থাকবে ৮ তারিখ পর্যন্ত। ৯ তারিখ থেকে বৃষ্টির কারণে কিছুটা কমতে পারে তাপমাত্রা। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপমহা-নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।