দক্ষিণবঙ্গে আগামী ২ থেকে ৩ দিনে আরও ১ থেকে ২ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। আগামী ৫ দিন আমাদের রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন নেই। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।