বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ও ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অন্যদিকে আজ নিম্নচাপটি কিছুটা সরে আমাদের রাজ্যের কাছে আসবে ফলে আগামিকাল মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।