আগামীকাল উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সঙ্গে দমকা হাওয়াও চলবে। পাশাপাশি দুই দিনাজপুর ও মালদাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। আগামী ৯ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। পাশাপাশি আগামী ৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে গরম এবং আদ্রতা জনিত অস্বস্তি বেশ কিছুটা বাড়বে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত।