আগামী ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। এবং আগামী ১১ ১২ তারিখ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আজ দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদের কালবৈশাখীর সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। পূর্ব বর্ধমান ও বীরভূমের ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহারে শিলাবৃষ্টি সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা থাকছে। কলকাতার ক্ষেত্রে আজ থেকে আগামী ১০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আজ থেকে আগামী পরশু পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।