এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমে এসেছে। এবং কালকের পর থেকে সেটা আরও কমে যাবে। আগামী তিনদিনের মধ্যে আমাদের রাজ্য থেকে বর্ষা বিদায় নেবার মতো পরিস্থিতি তৈরি হবে। ১৪ তারিখ থেকে আগামী ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে আগামী ১৮ তারিখ নাগাদ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে একটি নিম্নচাপও তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।