তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। বৃষ্টির আশায় চাতকের দশা দক্ষিণের মানুষদের। চৈত্র পেরিয়ে বৈশাখ পরলেও কালবৈশাখীর এখনও দেখা মেলেনি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে এবার আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আজ, বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।