ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলাতে তেমন পড়বে না। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানাল হাওয়া অফিস। তবে আগামী ২ দিন বৃষ্টিপাত চলতে থাকবে। তবে দক্ষিণবঙ্গের থেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আগামী ১৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৫টি জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস থাকছে। এদিন সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত।