বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি রয়েছে সেটিই আগামী ৬ ঘন্টার মধ্যে সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে দিঘা থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে ৫১০ কিলোমিটার দূরে। এটি পরবর্তীতে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী ২৫ তারিখ সন্ধ্যে নাগাদ বাংলাদেশের ওপর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গে আজ দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে, যার ফলে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ তারিখ থেকে উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়াও বইতে পারে। আজ থেকে আগামী ২৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ মালদা ও দুই দিনাজপুরে এবং আগামীকাল সমস্ত জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।