উত্তর বঙ্গোপসাগরে আগামী ৩ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী শনি, রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়বে রবিবার এবং সোমবার। রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়াতে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি দৃষ্টি চলবে। কলকাতার ক্ষেত্রে মূলত মেঘলা আকাশ এবং দু এক পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।