আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে রাজ্যে কোনও নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত নেই। ফলে ফের নতুন করে ভারী বৃষ্টির আভাস নেই। চলতি মাসের ১০ তারিখ থেকে একের পর এক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হয়েছে। উত্তাল থেকে সমুদ্রও। তবে এখন নতুন করে ফের ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টি হতে পারে। শহরের সর্বোতাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।