মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হবে, এবং এর অবস্থান হবে ওড়িশা উপকূলের কাছাকাছি। এর প্রভাবে আজ থেকে আগামী ১৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে উপকূলের জেলাগুলি অর্থাৎ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টি কিছুটা কমবে। কলকাতার ক্ষেত্রে মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।