Advertisement

বিশ্ব

পিছিয়ে পড়লেন Bezos,নতুন বছরের শুরুতেই ধনীতম ব্যক্তির শিরোপা Elon Musk-এর

Aajtak Bangla
  • 08 Jan 2021,
  • Updated 2:07 PM IST
  • 1/8

 অ্যামাজনের সিইও জেফ বেজোসকে টপকে প্রথমবারের মতো পৃথিবীর ধনীতম ব্যক্তি হয়েছেন প্রযুক্তিবিদ ইলন মাস্ক।

  • 2/8

ব্লুমবার্গের রিয়েল-টাইম বিলিয়নিয়ার ট্র্যাকারের তথ্য বলছে, বেজোস এবং মাস্কের সম্পদের মধ্যে এই মুহূর্তের (শুক্রবার) পার্থক্য ১০ বিলিয়ন ডলার।
 

  • 3/8

বৃহস্পতিবার টেসলার শেয়ার দর বেড়ে যাওয়ায় শীর্ষ ধনীর স্থানে উঠে এসেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান।
 

  • 4/8

বিশ্বের শীর্ষ ধনীর খেতাবটি ২০১৭ সাল থেকে ধরে রেখেছিলেন অ্যামাজন প্রধান জেফ বেজোস।
 

  • 5/8

বেজোস ১৮৫ বিলিয়ন ডলারের মালিক। মাস্কের সেখানে ১৯৫ বিলিয়ন। বিল গেটস অনেকটা পিছিয়ে আছেন। তার সম্পদের মূল্য ১৩৪ বিলিয়ন ডলার।
 

  • 6/8

ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, শীর্ষ দশ ধনীর সাতজনই প্রযুক্তিবিদ!চতুর্থ স্থানে বার্নার্ড আরনাউল্ট কনজিউমার ব্যবসায়ী। তার সম্পদের মূল্য ১১৬ বিলিয়ন ডলার। ১০২ বিলিয়ন ডলার নিয়ে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ পঞ্চম স্থানে।
 

  • 7/8


মাস্কের চমকপ্রদ উত্থান  হয় ২০২০ সালে। গত বছরের সেপ্টেম্বরে জুকারবার্গকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা।

  • 8/8

মাত্র দেড় বছর আগে টেসলার শেয়ারের মূল্য কমে যাওয়াতে বড় ধরনের লোকসানে পড়তে হয়েছিল মাস্ককে। এর ফলে আইনি ও নিয়ন্ত্রকদের পক্ষ থেকে মাস্কের নেতৃত্ব প্রশ্নের মুখে পড়ে। অথচ এক বছরের মধ্যে পরিস্থিতি পাল্টে গেল। এই সময়ে টেসলার শেয়ারের দাম বেড়েছে ৯ গুণ।
 

Advertisement
Advertisement