Advertisement

বিশ্ব

ভূমিকম্পে রাস্তায় ফাটল, পার্কে ধস; আগ্নেয়িরি বিস্ফোরণের আশঙ্কায় কাঁপছে আইসল্যান্ড

Aajtak Bangla
  • আইসল্য়ান্ড,
  • 13 Nov 2023,
  • Updated 7:22 PM IST
  • 1/7

আইসল্যান্ডের রেকজেন্সে এই সময় প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সঙ্গে লড়াই করতে হচ্ছে। এখানে মাটির নীচে গরম লাভা বয়ে যাচ্ছে। ম্যাগমা বয়ে চলার কারণে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। রাস্তা ভেঙে চৌচির হয়ে গিয়েছে।

  • 2/7

রাস্তা ধসে যাচ্ছে, পার্ক ধ্বসে যাচ্ছে। বৈজ্ঞানিকদের অনুমান যে আগামী কিছুদিনের মধ্যে এই দ্বীপে আরও বেশ কয়েকবার ভূমিকম্প হতে পারে। পাশাপাশি আগ্নেয়গিরিও ফেটে যেতে পারে। আসলে রেকজেনের গ্রিন্ডাউইক দ্বীপ সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে। গ্রিন্ডাউইকে আগ্নেয় বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।

  • 3/7

এখান থেকে ৩০০০ লোকেদের সুরক্ষিত জায়গায় পৌঁছানো হয়েছে। আইসল্যান্ডের গত ২৪ ঘন্টায় জোয়ালামুখী বিস্ফোরণের আশঙ্কা বেড়ে গিয়েছে। কারণ লাভার স্রোত বাড়তে শুরু করেছে। গরম ফাটল এবং ধসের পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই এই আগ্নেয় বিস্ফোরণ হতে পারে। মৎস্যজীবীদের একটা জনপদ এই এলাকা। এখানকার বাসিন্দারা সকলেই প্রায় মৎস্যজীবী। তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

  • 4/7

রেকজেন্স এলাকায় যেখানে লোকেরা থাকে না, সেখানে সম্প্রতি কয়েকবার আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছে। কিন্তু এমন প্রথমবার হয়েছে যে গ্রিন্ডাউইক দ্বীপে অগ্নুৎপাত এর আশঙ্কা তৈরি হয়েছে। এই কারণে লোকেদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গ্রিন্ডাউইকের মাটির নীচে দশ কিলোমিটার লম্বা লাভা বয়ে চলেছে, যেটির গভীরতা প্রায় ৮০০ মিটার।

  • 5/7

এই লাভা তৈরি হওয়া ভূমিকম্পের কারণে আইসল্যান্ডের প্রমুখ পর্যটন স্থল ব্লু লেগুন জিওথার্মাল স্পা বন্ধ করে দেওয়া হয়েছে। রেকজেন্স এলাকার রাজধানী থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এই এলাকা ভূমিকম্প এবং অগ্নুৎপাতের জন্য পরিচিত। দু'বছর আগে মার্চে এখানে বড় অগ্নুৎপাত হয়েছিল।

  • 6/7

২০২১ সালে হওয়া আগ্নেয় বিস্ফোরণের ৬ মাস পর্যন্ত লাভা উদগীরণ করেছিল। এরপরে অগাস্ট ২০২২-এ ফের বিস্ফোরণ হয়। যার লাভাস্রোত তিন সপ্তাহ পর্যন্ত বয়েছিল। এরপরে এ বছর জুলাইতে আরও একটি বিস্ফোরণ হয়েছে।

 

  • 7/7

এই সমস্ত বিস্ফোরণ আগ্নেয়গিরি থেকে লাভা বেরোনোর কারণে হচ্ছে। লাভার স্রোতের কারণে তৈরি হওয়া আগ্নেয়গিরির সুরঙ্গ ৬ কিলোমিটার চওড়া এবং ১৯ কিলোমিটার লম্বা। এটি প্রায় ৬০০০ বছর পর্যন্ত শান্ত ছিল। কিন্তু গত দু'বছর থেকে এটি লাগাতার বিস্ফোরণ ঘটাচ্ছে।

Advertisement
Advertisement