মাল্টার একটি নাইটক্লাবে দুই মহিলা একে অপরকে চুম্বন করায় তাঁদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ বাউন্সারদের বিরুদ্ধে। এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই দুই সমকামী মহিলা। অনেকেই তাঁদের পাশে দাঁড়িয়েছেন। (ছবি সূত্র - Nordic Bar ফেসবুক)
ফেসবুকে সেলিন বালজেন গেরা নামে এক মহিলা লেখেন যে, তিনি তাঁর বান্ধবীর সঙ্গে সেন্ট জুলিয়ানের নর্ডিক বারে গিয়েছিলেন। সেখানে বসে থাকার সময় তিনি তাঁর বান্ধবীকে চুমু খান। (ছবি সূত্র - Nordic Bar ফেসবুক)
সেলিন জানাচ্ছেন, এরপরেই কিছু বাউন্সার তাঁদের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এমনটা কেন করা হচ্ছে তাঁরা তা বুঝতে পারছিলেন না। কারণ জিজ্ঞাসা করায় তাঁদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। ঘটনায় রীতিমতো হতবাক হয়ে যান তাঁরা। (ছবি সূত্র - Nordic Bar ফেসবুক)
সেলিনের আরও অভিযোগ, তাঁদের লাথিও মারা হয়। সেলিন বলছেন, তিনি আগেও ওই বারে গিয়েছেন, কিন্তু এমন আচরণ কোনওদিন পাননি। তাঁরা সেখানে শান্তিতে সময় কাটাচ্ছিলেন, সেই সময়েই তাঁদের ওপরে হামলা করা হয়। (ছবি সূত্র - Nordic Bar ফেসবুক)
এই বিষয়ে, নর্ডিক বারের আধিকারিক জানিয়েছেন, এটি একটি গুরুতর বিষয়। ঘটনাটি তাঁদের তরফে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশকেও তদন্তে সহযোগিতা করা হচ্ছে। (ছবি সূত্র-গেট্টি ইমেজ)
অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে মাল্টা গে রাইটস মুভমেন্ট (MGRM)। সংগঠনের তরফে জানান হয়ছে, তারা এই ঘটনায় একেবারেই অবাক নয়। কারণ তাদের সংগঠনের বেশিরভাগ সদস্যই ওই অঞ্চলে সুরক্ষিত নন। বিশেষত রাত্রিবেলা এই ধরনের বিপদ আরও বেড়ে যায় বলেই জানাচ্ছেন সংগঠনের সদস্যরা। (ছবি সূত্র - Nordic Bar ফেসবুক)
MGRM-এর তরফে ফেসবুকেও ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে যতক্ষণ না ওই বারে তাদের সম্প্রদায়ের মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ সেখানে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। (ছবি সূত্র-গেট্টি ইমেজ)
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ইউরোপিয়ান পার্লামেন্টে মাল্টার সদস্য সায়র ইংগ্রেগর বলেন, নর্ডিক বারে যা ঘটেছে তা কখনওই মেনে নেওয়া যায় না। মাল্টায় বিগত কিছু সময় ধরে এই ধরনের হিংসার ঘটনা বেড়েছে। সেক্ষেত্রে ওই অঞ্চলের বার কর্মীদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। (ছবি সূত্র - Nordic Bar ফেসবুক)