পথ দুর্ঘটনায় আহত হয়ে ৬২ দিন কোমায় ছিলেন উত্তর পশ্চিম তাইওয়ানের এক যুবক। কোনও ভাবেই জ্ঞান ফিরছিল না তাঁর।
চিকিৎসকেরা জানাচ্ছেন, দুর্ঘটনার জেরে শরীরের একাধিক আঘাত ছিল ওই যুবকের। ক্ষতিগ্রস্থ হয়েছিল ডান দিকের কিডনি, লিভার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ।
চিকিৎসা চলাকালীন একাধিক অস্ত্রোপচার করা হয় ওই যুবকের। যার জেরে প্রাণে বেঁচে গেলেও কোমায় চলে যান তিনি।
এর মধ্যেই একদিন ওই যুবকের বড় ভাই তাঁর সামনে চিকেনের একটি পদের কথা বলেন। বলেন সেটি তিনি খেতে যাচ্ছেন। এরপরেই ঘটে যায় চমৎকার। হুঁশ আসে ওই যুবকের।
বিষয়টি সঙ্গে সঙ্গে চিকিৎসকদের জানান ওই যুবকের বড় ভাই। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন জ্ঞান ফিরেছে তাঁর। চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত ওই যুবক সম্পূর্ণ সুস্থ, তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় খুশি যুবকের পরিবার।