Advertisement

বিশ্ব

Ramadan in Pakistan: 'কাঙাল'দশা পাকিস্তানের, রমজানে ফ্রি আটা পেতে মারপিট-পদপিষ্ট বহু, দেখুন

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 27 Mar 2023,
  • Updated 2:54 PM IST
  • 1/10

রমজানে বিনামূল্যে বিতরণ করা আটা নিয়ে পাকিস্তানে তোলপাড়। মানুষ আটার জন্য মরতে প্রস্তুত। রমজানকে সামনে রেখে শাহবাজ শরীফ সরকার মূল্যস্ফীতির কবলে পড়া দরিদ্রদের বিনামূল্যে আটা বিতরণ করছে। রবিবার বিনামূল্যে আটা বিতরণের সময় খাইবার পাখতুনখোয়ায় পদদলিত হয় যাতে বহু মানুষ আহত হয়।
 

  • 2/10

পাকিস্তানের সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে মারদানের ক্রীড়া কমপ্লেক্সে বিনামূল্যে ময়দা বিতরণের জন্য কোনও পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না। যারা বিনামূল্যের ময়দা পাওয়ার যোগ্য তাদেরও প্রশাসনিক কর্মীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছিল।

  • 3/10

বিক্ষুব্ধ জনতা নওশেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে পুলিশ ও ক্রীড়া কমপ্লেক্সের গেটে ঢিল ছোড়ে। পাল্টা জবাবে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং বিমান গুলি করে। বেশ কয়েকজন পাকিস্তানি আহত হয়। এ ঘটনায় অনেক মহিলা ও বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়েন।
 

  • 4/10

পাকিস্তানি মিডিয়ার মতে,প্রতিদিন শয়ে শয়ে ব্যাগ বিনামূল্যের আটা আত্মসাৎ করা হচ্ছে। জাল স্লিপ দিয়ে গরীবদের আটার ব্যাগ না দিয়ে বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসনের কার্যকর তল্লাশির অভাবে এবং কর্মচারীদের জড়িত থাকার অভিযোগে প্রতিদিন কয়েক ডজন মানুষ বিনামূল্যের আটা থেকে বঞ্চিত হচ্ছেন।
 

  • 5/10

পাকিস্তানে বিনামূল্যে এবং ভর্তুকিযুক্ত ময়দা বিতরণের সময় এর আগেও পদদলিত হয়েছে। এর মধ্যে বহু মানুষের প্রাণহানির খবরও পাওয়া গেছে। দরিদ্রদের ব্যাগ দেওয়ার পরিবর্তে বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসনের কার্যকর তল্লাশির অভাবে এবং কর্মচারীদের জড়িত থাকার অভিযোগে প্রতিদিন কয়েক ডজন মানুষ বিনামূল্যের আটা থেকে বঞ্চিত হচ্ছেন।

  • 6/10

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রমজানের কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে রমজান মাসে প্রায় ১.৫৮ কোটি পরিবারকে বিনামূল্যে  আটা দেওয়া হবে। এ জন্য পাকিস্তানে ২০ হাজার অতিরিক্ত বিতরণ কেন্দ্রও খোলা হয়েছে। 

  • 7/10

রমজান মাসে মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াইরত জনগণকে স্বস্তি দিতে পাঁচ বিলিয়ন রুপি বরাদ্দ করেছে পাকিস্তান সরকার। এই প্যাকেজের মধ্যে, ১.১৫ বিলিয়ন টাকা দরিদ্রদের ভর্তুকি প্রদানের জন্য ব্যয় করা হবে, এবং ৩.৮৪ বিলিয়ন টাকা সাধারণ গ্রাহকদের ভর্তুকিযুক্ত পণ্য সরবরাহ করতে ব্যবহার করা হবে। বনস্পতি ঘি, চা, ময়দা, চিনি, দুধ, পানীয়, খেজুর এবং ছোলার মতো জিনিসের ওপর এই ভর্তুকি দেওয়া হচ্ছে।

  • 8/10

ডলারের তুলনায় পাকিস্তানি মুদ্রার অবমূল্যায়ন, ব্যাপক মুদ্রাস্ফীতি এবং জ্বালানির অভাব— এই ত্রহ্যস্পর্শে  মধ্যবিত্তের অবস্থা ক্রমশ আরও খারাপ। দেশে যত শ্রমিক ছিলেন, তাঁদের মধ্যে বহু মানুষ কাজ না পেয়ে ভিক্ষুক হয়ে যাচ্ছেন।

  • 9/10

দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ইসলামাবাদের। পরিস্থিতি এমনই যে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট দেশ পাকিস্তানের রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ারে এই মুহূর্তে মাত্র ৩৭০ কোটি ডলার অবশিষ্ট রয়েছে। যে অর্থে মাত্র তিন সপ্তাহের আমদানির খরচ চালানো সম্ভব।

  • 10/10

দেউলিয়া ঘোষণার ঠিক আগের ধাপে দাঁড়িয়ে প্রতিবেশী পাকিস্তান। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে শাহবাজ শরিফের দেশেরও পরিণতি শ্রীলঙ্কার মতোই হতে চলেছে কি না, তা নিয়েই এখন আলোচনা চলছে। আর সেই আলোচনায় যত সময় যাচ্ছে, ততই অর্থনৈতিক ভাবে রসাতলে যাচ্ছে মহম্মদ আলি জিন্না প্রতিষ্ঠিত পাকিস্তান।

Advertisement
Advertisement