জলবায়ু সঙ্কটের মুখোমুখি গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে এক ভয়ানক সতর্কবার্তা দিলেন বৈজ্ঞানিকেরা। সেই সতর্কবার্তা হল, শতাব্দীতে যে ভয়াবহ ঝড় ১ বার আসে, তা এবার থেকে প্রতিবছর আসতে পারে। যার জেরে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী। বেড়ে যেতে পারে সমুদ্রের জলস্তর, বাড়তে পারে তাপমাত্রা, বেশি করে গলতে পারে হিমবাহের বরফ, বাড়তে পারে ঝড়ের স্থায়িত্ব এবং বজ্রপাতের পরিমান। (সমস্ত ছবি-গেটি)
২১০০ সালের মধ্যে উপকূলীয় এলাকায় বন্যার পরিমান ১০০ গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি মানুষ নিজেদের কাজকর্মে পরিবর্তন না আনে তাহলে তাপমাত্রাও ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। আর তাপমাত্রা যত বাড়বে, ততই গলবে হিমবাহ, আর বাড়তে থাকবে সমুদ্রের জলস্তর। একইসঙ্গে বাড়বে সমুদ্রের জলের তাপমাত্রাও। যার জেরে ঝড় সৃষ্টি ও তা বেশিদিন ধরে ধ্বংসলীলা চালানর আশঙ্কাও বাড়বে।
বর্তমানে পরিস্থিতিতে ৭ হাজার উপকূলীয় এলাকা এমন রয়েছে যেখানে খুব তাড়াতাড়িই তাপমাত্রায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস পার্থক্য আসতে পারে। আর এর জেরে প্রতিবছর প্রায় ৩,৫০০ উপকূলীয় এলাকাকে সামুদ্রিক বিপদের সঙ্গে লড়াই করতে হবে।
বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, কয়েকটি উপকূলীয় এলাকায় এই ধরনের সমস্যা কয়েক বছরের মধ্যে শুরু হয়ে যেতে পারে। সামুদ্রিক ঝড় ও জলস্তর বৃদ্ধির সমস্যা সেই সমস্ত জায়গায় ১০০ গুণ বাড়তে পারে।
গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল যেমন হাওয়াই, ক্যারিবিয়ান, উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের প্রায় অর্ধেক জায়গা ২০৭০ সালের মধ্যে প্রভূত সমস্যার সম্মুখীন হতে পারে।
এই ধরনের আবহাওয়ার ক্ষয়ক্ষতি এবং এর পরিবর্তনগুলি প্রথমে সেই দেশগুলিতে হবে যেগুলি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে রয়েছে। যদিও উত্তরাঞ্চলে অন্য ধরনের প্রভাব পড়বে। তাদের সামুদ্রিক হুমকির মুখোমুখি পড়তে হতে হবে। আবার এমন কিছু জায়গা থাকবে যেখানে উষ্ণায়ন এবং সামুদ্রিক বিপদের প্রভাবে তেমন কোনও সমস্যা হবে না।
বিশ্ব উষ্ণায়নের প্রভাব সবচেয়ে প্রথমে সমুদ্রে পড়বে, যার জেরে সারা বিশ্বকে সমস্যার সম্মুখীন হতে হবে। এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, সমুদ্রে জলস্তর বৃদ্ধির জন্য পৃথিবীর উপকূলীয় এলাকাগুলি ৪ গুণ বেশি সমস্যার মুখোমুখি।
তাপমাত্রা বাড়লে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে। আর সেটি ভয়াবহ আকার ধারণ করতে পারে। ফলে কয়েক দশকে যে ঝড় আসে তা প্রতিবছর আসতে পারে।
তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের বর্ধিত জলস্তরের পরিমাপ আগে ১৭৯টি জায়গায় করা হত, এখন তা ৭,২৮৩টি স্থানে করা হয়। এর মধ্যে ৪৩ শতাংশ উপকূলীয় এলাকা এমন রয়েছে যেখানে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে সমুদ্রের জলস্তর বৃদ্ধিজনিত সমস্যার সম্মুখীন হবে।
২০৬০ সালের মধ্যে যদি ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে তাহলে ৫৮ শতাংশ এলাকায় সামুদ্রিক আবহাওয়া পরিবর্তনে ফল ভোগ করবে। যদিও এটা নিয়ে মতভেদ রয়েছে বৈজ্ঞানিকদের মধ্যে।