দিন দিন ক্রমশ অবনতি হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। দেশের একের পর এক এলাকা চলে যাচ্ছে তালিবানদের হাতে। এবার কান্দাহার জেলেও হামলা চালিয়ে রাজনৈতিক বন্দিদের ছেড়ে দিয়েছে তালিবানরা। (সব ছবি প্রতীকী)
কয়েকদিন আগেই কান্দাহার জেলে হামলা চালায় তালিবানরা। কিন্তু সেই সময় তারা সফল হয়নি। এবার ফের হামলা চালায় কুখ্যাত এই জেলে। এবার জেলের দখল নিতে সফল হয় তালিবানরা।
জানা গিয়েছে, প্রচুর রাজনৈতিক বন্দিদের ছেড়ে দিয়েছে তালিবানরা। কিছু ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে জেল থেকে বেরিয়ে যাচ্ছে একের পর এক বন্দিরা।
বিষয়টি নিয়ে যে আফগান সরকারের দুশ্চিন্তা আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। কারণ, মুক্ত হওয়া বন্দিদের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ বন্দি ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, আফগান সরকারকে কার্যত চ্যালেঞ্জ দিচ্ছে তালিবানরা।
কয়েক সপ্তাহ আগে কান্দাহারেই দূতাবাস থেকে প্রায় পঞ্চাশজন ভারতীয় কূটনীতিককে দেশে ফিরিয়ে আনা হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে এই কাজ করা হয়।
পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে এখন আফগান সরকার সেনাপ্রধানকে পরিবর্তন করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তালেবানের ক্রমবর্ধমান ক্ষমতার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আশরাফ গনি তাঁর সেনাপ্রধানকে পরিবর্তন করেছেন।
এখন সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে হিবাতুল্লাহ আলিজাইকে। এর আগে ওয়ালি আহমদজাই ছিলেন আফগানদের সেনাপ্রধান। তালিবানের শক্তিবৃদ্ধি এবং সেনাবাহিনীর দুর্বলতা সামনে আসায় এমন পরিস্থিতিতে এই বড় রদবদল করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আফগানিস্তানের প্রায় ৭০ শতাংশ এলাকা এখন তালিবানদের দখলে। এখন তাদের লক্ষ্য কাবুল। অন্যদিকে, কাবুলকে কোনওমতেই হাতছাড়া করতে চায় না আফগান সরকার। যুদ্ধবিধস্ত আফগানিস্তানে দেশ ছাড়ছেন প্রচুর মানুষ।