Advertisement

ভাইরাল

১৪ দিনে ভাগ্য বদল! ২২ কোটি টাকার মালিক এই ব্যক্তি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2021,
  • Updated 5:12 PM IST
  • 1/6

বলা হয়ে থাকে ভাগ্য বদলাতে সময় লাগে না। আমেরিকার এক ব্যক্তির সাথে এমনটাই ঘটেছে,  যিনি দুই সপ্তাহের মধ্যে দু'বার লটারি জিতে কোটিপতি হয়েছেন।

  • 2/6

সাউথ ক্যারোলিনার ওই  ব্যক্তি যিনি দুই সপ্তাহ আগে ৪০ হাজার  ডলার বা ২৯,৭০,১৬২  টাকায় লটারি জিতেছিলেন, তিনি আবার ১৪ দিনের মধ্যে ৩  মিলিয়ন ডলারের আরেকটি জ্যাকপট জেতেন। এই লটারি জেতার পর তিনি পান ২২,২৭,৩১,২৫০  টাকা।
 

  • 3/6

 দু'বারের লটারি জেতা ওই ব্যক্তি  সাউথ ক্যারোলিনা এডুকেশন লটারির কর্মকর্তাদের বলেন যে তিনি ৪০ হাজার ডলারের পর  মেগা ৩ মিলিয়ন পুরস্কারের জিতে  নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। গত ২৭ জুলাই তার গাড়িতে জ্বালানি  রিফুয়েল করার জন্য তিনি গ্যাস স্টেশনে যান এবং সেখানে আরেকটি লটারির টিকিট কেনেন। 
 

  • 4/6

ওই ব্যক্তি বলেন যে মনে হচ্ছে আমার ভাগ্যের  রেখাগুলি মুছে যায়নি এবং দুই সপ্তাহ পরে আমি ৩ মিলিয়ন ডলারের জ্যাকপট পাই।
 

  • 5/6

দুইবার লটারি জিতে কোটিপতি হওয়া লোকটি বলেন  যে "আমি বিশ্বাস করতে পারছিলাম না, যখন আমি আমার পরিবারকে এই খবরটি বললাম, তারাও হতবাক হয়ে গেল। আমি বাচ্চাদের জিজ্ঞেস করলাম, 'কেন এমন হচ্ছে?'

  • 6/6

 লটারি সংস্থার কর্মকর্তারা বলেন যে মেগা মিলিয়নস খেলে ৪০ হাজার  ডলার জেতার সম্ভাবনা ৯,৩১,০০১ জনের মধ্যে কেবল এক জনের। আর ১৩ মিলিয়ন মানুষের মধ্যে ৩ মিলিয়ন ডলার জেতার সম্ভাবনা কেবল এক জনের।

Advertisement
Advertisement