আফগানিস্তানে ফের জবরদখল শুরু করেছে তালিবান (Taliban)-রা। পাকিস্তান সীমান্তে থাকা চৌকি নিজেদের দখলে নিয়েছে তারা। আর তখন তাদের হাতে এসেছে বড়সড় অর্থভাণ্ডার। কোটি কোটি পাকিস্তানি মুদ্রা পেয়েছে তারা। তালিবান (Taliban)-রা ক্রসিং থেকে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর থেকে ওই অর্থ ছিনিয়ে নেয়।
জিও টিভির এক রিপোর্টার জানাচ্ছেন, আফগান তালিবান (Taliban)এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। কন্দাহারের স্পিন বোল্ডেক এলাকা থেকে কয়েক কোটি পাকিস্তানি মুদ্রে মিলেছে। সেই চৌকিতে এখন আর আফগানিস্তানের সুরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণ নেই।
আফগানিস্তান সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে তালিবান (Taliban)। তালিবানদের তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে, তারা স্পিন বোল্ডেক সীমান্ত দখল করে নিয়েছে। এটি আফগানিস্তন-পাকিস্তান সীমান্তে রয়েছে। তালিবানদের পক্ষে জবিহুল্লা মুহাজিদ জানান, তালিবান (Taliban) মুজাহিদিন কান্দাহারে বেশ নামে এক গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে।
তিনি আরও দাবি করেছেন, আরও কয়েকটি জায়গা তারা দখল করে নিয়েছেন। এর মধ্যে রয়েছে বোল্ডেক, চমন আর কন্দাহারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ শহর। পাকিস্তানের নিরাপত্তারক্ষী বাহিনী এ ব্য়াপারটি মেনে নিয়েছে। তবে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা ঘটনার দিকে নজর রাখছে, তদন্ত করছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর তরফ থেকে একটি সূত্র জানাচ্ছে, তালিবানরা চমন-স্পিন বোল্ডেক সীমানায় থাকা আফগান চৌকিগুলি দখল করে নিয়েছে। আর তারপর তারা সেখান থকে আফগানিস্তান সরকারের পতাকা সরিয়ে দিয়েছে। আর সেখানে লাগিয়ে দিয়েছে নিজেদের পতাকা।
সেই জায়গা দখল করার পর থেমে থাকেন তালিবান (Taliban)-রা। এরপর তারা রওনা হয় পাকিস্তানের দিকে। সেটা শুক্রবারের ঘটনা। সেখানে তারা জমায়েত হন। সেই ভিড় সরাতে কাঁদানে গ্যাস ছুড়তে হয় বলে জানা গিয়েছে। সংবাদসংস্থা এএফপি এমনটাই জানিয়েছে।
পাকিস্তানের এক আধিকারিক জানান, সেখানে শ'চারেক মানুষ জমা হয়েছিলেন। যাদের মোটেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না। তারা সীমানা পেরিয়ে পাকিস্তানে ঢুকতে চাইছিল।
পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে অনেক মানুষ জড়ো হয়েছিল। এ ব্য়াপারে আর এক আধিকারিক জানান, তাদের লাঠিচার্জও করতে হয়। কারণ তারা উত্তেজিত হয়ে পড়েছিল। তাদের বাগে আনা যাচ্ছিল না। চমন সীমান্তে থাকা এক সিনিয়র সরকারি অফিসার জুমাদাদ খান জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তালিবান (Taliban)-দের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তানে ঢোকার জন্য প্রচুর মানুষ হাজির হয়েছিলেন।