প্রায় দেড় বছর ধরে চলা জল্পনার অবসান। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। হোয়াইট হাউসের ক্রিসমাস রিসেপশনে হবু দম্পতির বাগদানের ঘোষণা করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বেটিনা অ্যান্ডারসনকে প্রেম প্রস্তাব দেন। সেই প্রস্তাবে 'হ্যাঁ' সূচক সম্মতি পেতেই নিজের আবেগকে ধরে রাখেননি ৪৭ বছরের ট্রাম্প জুনিয়র। পাশাপাশি নিজের খুশি চেপে রাখেননি অ্যান্ডারসনও। এবার জেনে নেওয়া যাক কে এই বেটিনা অ্যান্ডারসন?
বেটিনা অ্যান্ডারসনের জন্ম ১৯৮৬ সালের ডিসেম্বরে। তিনি ফ্লোরিডার পাম বিচে বড় হয়েছেন। তাঁর বাবা হ্যারি লয় অ্যান্ডারসন জুনিয়র একজন সফল ব্যবসায়ী এবং ব্যাঙ্কার, অন্যদিকে তার মা ইঙ্গার অ্যান্ডারসন একজন বিখ্যাত সমাজসেবী।
পড়াশোনার কথা দেখলে বেটিনা কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। ২০০৯ সালে ইতিহাসে ডিগ্রি অর্জন করেছেন। প্রায়ই ইনস্টাগ্রামে মডেলিংয়ের ছবি শেয়ার করেন এই ৩৭ বছরের তরুণী। কোয়েস্ট ম্যাগাজিনের ২০২০ সালের প্রচ্ছদে ছবি ছিল বেটিনার।ওই বছরই হ্যামিল্টন জুয়েলার্সের একটি ফটোশুটেও দেখা গিয়েছিল।
উল্লেখ্য এর আগে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ২০০৫ সালে মডেল ভেনেসা হেইডেনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন। তাঁর পাঁচ সন্তান রয়েছেও। তবে ২০১৮ সালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়।
পরে তিনি প্রাক্তন ফক্স নিউজ অ্যাঙ্কর কিম্বার্লি গিলফয়েলের সঙ্গে বাগদান করেন, কিন্তু ২০২৪ সালে সেই সম্পর্কেরও বিচ্ছেদ হয়ে যায়। এবার ফের সম্পর্কে জড়াচ্ছেন তিনি।