Advertisement

বিশ্ব

চিনা স্পাই! মার্কিন নেতাদের সঙ্গে সখ্যতা বাড়িয়েছিলেন এই মহিলা

Aajtak Bangla
  • 08 Dec 2020,
  • Updated 9:46 PM IST
  • 1/5

আমেরিকার উপর নজরদারি চালাত চিন। তাও আবার গুপ্তচরের মাধ্যমে। সম্প্রতি এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। axios.com-এর রিপোর্ট অনুযায়ী, প্রায় পাঁচ বছর এক চিনা মহিলা মার্কিন মুকুলে থাকতেন। এই সময়েই অনেক নেতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। অন্তত দু'জন নেতার সঙ্গে রাত কাটানোর কথাও শোনা গিয়েছে। (ছবি - ফেসবুক)

  • 2/5


ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাং ফ্যাং বা ক্রিস্টিন ফ্যাং নামে এক মহিলা চিনা গোয়েন্দা সংস্থার হয়ে কর্মরত ছিলেন বলে অভিযোগ। ফ্যাং অনেক আমেরিকান নেতাকে নির্বাচনে অর্থ সংগ্রহ করতে সহায়তা করেছিলেন। ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করতেন এই মহিলা। কিন্তু তিনি যখন বুঝতে পেরেছিলেন যে এফবিআই তাঁর কাছে পৌঁছতে পারে তখন আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান। 

  • 3/5

ফ্যাং মার্কিন সংসদের কনিষ্ঠতম সদস্যের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলেন। মার্কিন সাংসদ এরিক সোয়্যালওয়ের পুনর্নির্বাচনের সময় ফ্যাং তহবিল সংগ্রহ করতে সহায়তা করেছিল। ফ্যাং তুলসী গ্যাবার্ডকে তহবিল সংগ্রহ করতে সাহায্য করেছিল। ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক মহলে ফ্যাং খুব বিখ্যাত হয়ে ওঠে। নির্বাচিত দুই নেতার সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল বলে জানা গেছে। অক্সিজো ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে যে, মহিলা চীনের সুরক্ষা মন্ত্রকের নির্দেশে গুপ্তচর হিসাবে কাজ করেছিলেন।

  • 4/5

  • 5/5

এই সময়ে, তিনি আমেরিকাতে এসে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। ফ্যাং চাইনিজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং এশিয়ান প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্সের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। এই অবস্থানগুলি ধরে রাখার সময়ই ফ্যাং ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক মহলে প্রবেশ করেছিল।

Advertisement
Advertisement