Advertisement

Blast In Afghanistan Today : আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, এখনও পর্যন্ত হত ৫

আবারও বিস্ফোরণ আফগানিস্তানে। আবু আলি সিনা-ই-বলখি জেলা হাসপাতালের প্রধান গুসুদ্দিন আনোয়ারির মতে, মাজার-ই-শরিফের মসজিদে ঘটেছে বিস্ফোরণটি, যাতে কমপক্ষে ৫ জন নিহত এবং ৬৫ জন আহত।

ফাইল ছবি
Aajtak Bangla
  • আফগানিস্তান,
  • 21 Apr 2022,
  • अपडेटेड 4:28 PM IST
  • আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ
  • এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু
  • আহত ৬৫ জন

আফগানিস্তানের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ। আবু আলি সিনা-ই-বলখি জেলা হাসপাতালের প্রধান গুসুদ্দিন আনোয়ারির মতে, মাজার-ই-শরিফের মসজিদে ঘটেছে বিস্ফোরণটি, যাতে কমপক্ষে ৫ জন নিহত এবং ৬৫ জন আহত।

এর আগে গত ১৯ এপ্রিল কাবুলের কাছে ৩টি বিস্ফোরণে কেঁপে ওঠে একটি স্কুল। তাতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। একইসঙ্গে আহতও হন বেশ কয়েকজন। কাবুলের কাছে আব্দুল রহিম শাহিদ উচ্চ বিদ্যালয়ে ঘটে বিস্ফোরণটি।

গতবছরও বেশকয়েকটি বিস্ফোরণ হয়েছিল
গতবছরও বেশ কয়েকবার বিস্ফোরণ হয় সেদেশে। ৮ মে ২০২১, কাবুলে একটি বড়সড় বোমা বিস্ফোরণ হয়। একটি স্কুলের কাছে ঘটেছিল বিস্ফোরণটি। ঘটনায় ৫০-এরও বেশি মানুষ মারা যান। আহত হন শতাধিক।

১৪ নভেম্বর ২০২১, কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় একটি বিস্ফোরণ ঘটে। তাতে নিহত হন ৬ জন এবং আহত হন ৭ জন।
ঠিক তার পরের দিন অর্থাৎ, ১৫ নভেম্বর ২০২১-এ কান্দাহার প্রদেশের একটি মসজিদে একটি বিস্ফোরণ ঘটে। তাতে ৩২ জনের মৃত্যু হয়। আহত হন ৪০ জন।

তালিবান দেশটি পুনর্দখল করার পর কাবুলে বিমানবন্দরের কাছেও তিনটি বিস্ফোরণের ঘটেছিল। তাতে শতাধিক মানুষ নিহত হয়। আহত হযন ১২০ জনেরও বেশি মানুষ।

আরও পড়ুনশঙ্খ ঘোষের আসল নাম জানেন? প্রথম প্রয়াণ বার্ষিকীতে কবির স্মৃতিচারণ

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement