Advertisement

Corona Virus in World : আবারও ফিরছে Corona? বিশ্বে নতুন করে সংক্রমিত ১২ লাখ, ২৪ ঘণ্টায় মৃত ৪৮৮৮

Corona Virus in World: ফিরে আসছে মারণ ভাইরাস Corona? সামনে আসা তথ্য থেকে সেই ইঙ্গিত মিলছে বলে দাবি চিকিৎসকদের একাংশের। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৭ মার্চ সারা বিশ্বে ১২ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর।

বিশ্বে ফের বাড়ছে করোনার সংক্রমণ?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Mar 2022,
  • अपडेटेड 2:38 PM IST
  • ফিরে আসছে মারণ ভাইরাস  Corona?
  • সামনে আসা তথ্য থেকে সেই ইঙ্গিত মিলছে বলে দাবি চিকিৎসকদের একাংশের
  • বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে

Corona Virus in World: আরও খতরনাক হয়ে ফিরছে মারণ ভাইরাস  Corona? সামনে আসা তথ্য থেকে সেই ইঙ্গিত মিলছে বলে দাবি চিকিৎসকদের একাংশের। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৭ মার্চ সারা বিশ্বে ১২ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ হাজারের কাছাকাছি জন। তবে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে। কিন্তু করোনা এখনও চলে যায়নি।  

Worldometers অনুসারে, ৭ মার্চ, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ১২,১৫,৭৬৪ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন   ৪৮৮৮ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো হল, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, জার্মানি, রাশিয়া, ব্রিটেন এবং নেদারল্যান্ড। 

আরও পড়ুন : এই ৪ খাবার বাড়ায় ক্যানসার ও হার্ট অ্যাটাকের ঝুঁকি, ক্ষতি করে DNA-র!

দক্ষিণ কোরিয়াতে সংক্রমিতের সংখ্যা ২ লাখেরও বেশি। সেই দেশে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১০ হাজার জন আক্রান্ত হয়েছেন। ১৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ভিয়েতনাম, জার্মানি, রাশিয়া ও নেদারল্যান্ডে অনেকে সংক্রমিত হয়েছেন। এছাড়াও জাপানে ৫৫ হাজারের বেশি, ব্রিটেনে ৪২ হাজার ৪০ জন ও আমেরিকায় ২৫ হাজার ৭৫১ জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সব থেকে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন রাশিয়ায়। ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। আমেরিকায় প্রাণ হারিয়েছেন ৫০৮ জন। ইন্দোনেশিয়ায় ২৫৮, ব্রাজিলে ২১১  জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : Aeroponic Potato Farming Technique : শূন্যে ফলবে আলু, জেনে নিন টেকনিক; ফলন হবে ১০ গুণ বেশি

ভারতে করোনার অবস্থা কী? ভারতে, গত ২৪ ঘন্টায় করোনায় ৩৯৯৩ জন আক্রান্ত হয়েছেন। করোনায় প্রাণ হারিয়েছেন ১০৮ জন। 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement