মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) ক্যান্সার? বুধবাবর বক্তৃতা দেওয়ার সময় আচকাই জো বাইডেন দাবি করেন যে তাঁর ক্যানসার হয়েছে। যা শুনে রীতিমতো আঁতকে ওঠেন মার্কিনবাসী। একইসঙ্গে বাইডেনের সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত তাঁর আরোগ্যকামনা করতে শুরু করেন নেটিজেনরা। যদিও পরে এই বিষয়ে ব্যাখ্য়া দেয় হোয়াইট হাউস।
বুধবার ম্যাসাচুসেটসের একটি পুরনো কয়লা খনি এলাকায় যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তৈল শোধনাগারের (Oil Refinery) বর্জ্য নিষ্কাশনের ক্ষতিকারক দিক সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে নিজের ছোটবেলার বাড়ি ডেলাওয়ারের উদাহরণ দেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টে বলেন, "ওই এলাকার তৈল শোধনাগারগুলি থেকে প্রচুর বর্জ্য নিষ্কাশন হতো। তাই আমাদের মা বেশি ঘোরাঘুরি করতে দিতেন না। নিষ্কাশিত বর্জ্য়ের পরিমাণ এত বেশি ছিল যে মাঝে মাঝেই তা গাড়ির কাচের উপর জমে যেত। যা ওই অঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যের ওপরেও প্রভাব ফেলেছে। এই কারণেই আমি এবং আরও অনেক লোক যাঁদের সঙ্গে আমি বড় হয়েছি, তাঁদের ক্যান্সার হয়েছে এবং দীর্ঘ সময়ের জন্য ডেলাওয়্যারে ক্যান্সারের হার সবচেয়ে বেশি ছিল।" প্রসঙ্গত, ডেলাওয়ার আমেরিকার সর্বাধিক ক্যান্সার আক্রান্ত এলাকা বলেও চিহ্নিত।
বাইডেনের এই বক্তব্যের পরেই রীতিমত শোরগোল পড়ে যায় বিভিন্নমহলে। যার জেরে দ্রুত আসরে নামে হোয়াইট হাউস (White House)। এই প্রসঙ্গে ফক্স নিউজের সাংবাদিক জ্যাকি হেনরিচ বলেন, "হোয়াইট হাউস জানিয়েছে বাইডেন দায়িত্ব নেওয়ার আগে ত্বকের ক্যান্সার অপসারণের কথা উল্লেখ করেছেন এবং তিনি ভুল করে বলেছেন যে তাঁর ক্যান্সার হয়েছে।" পাশাপাশি ওয়াশিংটন পোস্টের বরিষ্ঠ সাংবাদিক গ্লেন কেসলার মার্কিন রাষ্ট্রপতির ২০২১ সালের একটি মেডিক্যাল রিপোর্ট শেয়ার করেছেন। সেখানেও তাঁর ক্যান্সার অপসারণের কথা উল্লেখ করা রয়েছে।
আরও পড়ুন - ডায়াবেটিসে মহৌষধ আমলকী, কিন্তু খেতে হবে এভাবে