ফের সন্ত্রাসবাদী হামলার কবলে পাকিস্তান। উত্তর পাকিস্তানের এক বাসে বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। ওই বাসে চিনা ইঞ্জিনিয়র ও পাকিস্তানের বেশ কয়েকজন জওয়ান ছিলেন। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বাসে IED বিস্ফোরণ ঘটানো হয়। যার জেরে ঘটনাস্থলেই ৮ জন মারা যান। জখম হয়েছেন একাধিক। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, দাসু ড্যামে কর্মরত ইঞ্জিনিয়রদের ওই বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল। মোট ৩০ জন ইঞ্জিনিয়র ওই বাসে ছিলেন। সঙ্গে ছিলেন কয়েকজন জওয়ানও।
আরও পড়ুন : 'একুশে'ই TMC-তে যোগ দিতে পারেন একাধিক নেতা
এক প্রশাসনিক আধিকারিক এই বিস্ফোরণ নিয়ে জানিয়েছেন, 'চিনা ইঞ্জিনিয়র ভর্তি ওই বাসে বিস্ফোরণ হয়। আটজন মারা গিয়েছেন। মৃতদের মধ্যে ২ জন পাকিস্তানি জওয়ান রয়েছেন বলেও আমরা জানতে পেরেছি। তবে IED আগে থেকেই বাসে রাখা ছিল কিনা সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়।'
এও খবর, একজন চিনা ইঞ্জিনিয়র ও একজন পাকিস্তানি জওয়ান বিস্ফোরণের পর থেকে নিখোঁজ। তাঁদের খোঁজ শুরু হয়েছে। বিস্ফোরণের পরে বাসটি একটি খালে পড়ে যায়। তার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
পাকিস্তান প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। কে বা কারা এই বিস্ফোরণের পিছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
দাসু জলবিদ্যুৎ প্রকল্পটি চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ, বেজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এই প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ পাকিস্তানের গদার সমুদ্র বন্দরের সাথে পশ্চিম চিনকে যোগ করবে। এই জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার পথেই এই হামলা হয়েছে।