Advertisement

Omicron: ব্রিটেনে প্রথম মৃত্যু, নরওয়েতে আংশিক লকডাউন, ঊর্ধ্বমুখী ভারতে

ভারতের পড়শি দুই দেশ - চিন ও পাকিস্তানে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। 

প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • ,
  • 14 Dec 2021,
  • अपडेटेड 11:28 AM IST
  • গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে ব্রিটেনে।
  • আংশিক লকডাউনের ঘোষণা করেছে নরওয়ে সরকার।
  • ভারতের পড়শি দুই দেশ - চিন ও পাকিস্তানে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। 

ভারত-সহ দুনিয়াজুড়ে ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে করনোর ওমিক্রন। ব্রিটেনে করোনার এই প্রজাতির সংক্রমণ ঊর্ধ্বমুখী। সোমবার প্রথম মৃত্যুর খবরও মিলেছে। এর মধ্যে দেশজুড়ে আংশিক লকডাউনের ঘোষণা করেছে ইউরোপের দেশে নরওয়ে। ভারতের পড়শি দুই দেশ - চিন ও পাকিস্তানে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। 

সংবাদ সংস্থা সূত্রের খবর, গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে ব্রিটেনে। তা নিশ্চিত করেছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার তিনি আশঙ্কা প্রকাশ করেন, দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে। ব্রিটের স্বাস্থ্য দফতর  জানিয়েছে, দ্রুত পদক্ষেপ না করা হলে চলতি মাসের শেষে ওমিক্রন আক্রান্ত দাঁড়াতে পারে লক্ষাধিক। ব্রিটেনে ওমিক্রন ছড়াতেই বেড়ে গিয়েছে বুস্টার ডোজের চাহিদা। সোমবার স্লট বুক করেছেন প্রায় ৬ লক্ষ ব্রিটেনবাসী। রবিবারই ব্রিটেন সরকার ঘোষণা করেছিল, ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে বুস্টার ডোজ দেওযা হবে।   

নরওয়েতে আংশিক লকডাউন

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ওমিক্রন সংক্রমণের জেরে আংশিক লকডাউনের ঘোষণা করেছে নরওয়ে সরকার। সে দেশের প্রধানমন্ত্রীর জোনাস গহর স্টোরের দাবি, কোভিড টিকাকরণের গতি আরও বাড়ানো হবে। জীবন ও জীবিকার জন্য এই কড়া সিদ্ধান্ত। নরওয়েতে পানশালা, রেস্তরাঁ, জিম ইত্যাদি বন্ধ করে দেওয়া হয়েছে। বলবৎ হয়েছে কঠোর কোভিড বিধি। মনে করা হচ্ছে, জানুয়ারিতে দুনিয়াজুড়ে প্রতিদিন ওমিক্রন আক্রান্ত হতে পারেন ৩ লক্ষ মানুষ।      

আরও পড়ুন- টর্নেডোয় তছনছ আমেরিকা, মৃতের সংখ্যা ছাড়াতে পারে শতাধিক!

ভারতে ওমিক্রন আক্রান্ত বৃদ্ধি

দেশে এ পর্যন্ত ৪১ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। গত ২৪ ঘণ্টায় ৩ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। মহারাষ্ট্রের লাতুর ও পুণেতে এক জন করে সংক্রমিত। আর এক জন আক্রান্তের খোঁজ মিলেছে গুজরাটের সুরাতে।

Advertisement

আরও পড়ুন- রূপে চোখ টানে! দেখুন মিস ইউনিভার্সের Now-Then লুক 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement