Advertisement

Modi Helps Pakistan Claimed RAW Former Chief: 'পাকিস্তানকে বাঁচাতে পারেন নরেন্দ্র মোদী', RAW-র প্রাক্তন প্রধানের দাবি ঘিরে জল্পনা

Modi Helps Pakistan Claimed RAW Former Chief: 'পাকিস্তানকে বাঁচাতে পারেন নরেন্দ্র মোদী', RAW-র প্রাক্তন প্রধানের দাবি ঘিরে জল্পনা। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসি উইং (Raw)-এর প্রাক্তনী অমরজিৎ সিং দুলাত (AS Dulat) জানিয়েছেন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও না কোনও স্তরে পাকিস্তানকে আর্থিক সংকট থেকে বের করবেন। আর তারপরই হইচই শুরু হয়েছে।

পাকিস্তানকে রক্ষা করতে চলেছেন নরেন্দ্র মোদী? চাঞ্চল্যকর দাবি, RAW-এর প্রাক্তন চিফের
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Feb 2023,
  • अपडेटेड 6:46 PM IST
  • পাকিস্তানকে রক্ষা করতে চলেছেন নরেন্দ্র মোদী?
  • চাঞ্চল্যকর দাবি, RAW-এর প্রাক্তন চিফের

Modi Helps Pakistan Claimed RAW Former Chief: রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসি উইং (Raw)-এর প্রাক্তনী অমরজিৎ সিং দুলাত (AS Dulat) জানিয়েছেন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও না কোনও স্তরে পাকিস্তানকে আর্থিক সংকট থেকে বের করবেন। আসলে পাকিস্তান গত কিছু মাস থেকে ভয়াবহ আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাদের এই মুহূর্তের অর্থের প্রচন্ড প্রয়োজন. পাকিস্তানের বিদেশি মুদ্রা ভান্ডার লাগাতার কমতে শুরু করেছে। তারা প্রয়োজনের সমস্ত বস্তু আম আমদানি করতে পারছে না। বহু ঘরোয়া জিনিস অসম্ভব বেশি দামে তাদের কিনতে হচ্ছে। পাকিস্তানের সাপ্তাহিক মুদ্রাস্ফীতি প্রথমবার ৪০ শতাংশে পার হয়ে গিয়েছে। পিঁয়াজ, চিকেন, ডিম, চাল ,সিগারেট, ইন্ধনের দাম আকাশ ছুঁয়েছে বললেও কম বলা হয়।

আরও পড়ুনঃ  দাদু-নাতিকে স্কুটার সহ ২ কিমি হিঁচড়ে নিয়ে গেল ডাম্পার, হাড়হিম করা VIDEO

প্রতিবেশীকে ধরে রাখা প্রয়োজন

নিউজ এজেন্সি পিটিআইয়ের (PTI) সঙ্গে কথা বলতে গিয়ে অমরজিৎ সিং দুলাত জানিয়েছেন যে আমার মনে হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বছর শেষে কোনও না কোন স্তরে পাকিস্তানকে সাহায্য করতে পারেন। পাকিস্তানের সঙ্গে কথা বলার জন্য এই সময় সবচেয়ে ভালো। আমাদের নিজেদের প্রতিবেশীদের ধরে রাখা প্রয়োজন রয়েছে। দুলাত জানিয়েছেন যে আমার অনুমান যে এ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানকে এই সংকট থেকে বের করে নেবেন। যদিও তিনি বলেছেন যে আমার কোন কাছে কোনও তথ্য নেই। আমি শুধুমাত্র অনুমানের ভিত্তিতে বলছি যেখানে ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নত করছে, সেখানে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ।

জনতার ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ

এর আগে ভারত সংকেত দিয়েছিল যে তারা নগদ সংকটের সঙ্গে যুক্ত থাকা পাকিস্তানকে আর্থিক কোনও সহায়তা দিতে পারবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছিলেন যে, পাকিস্তানকে সাহায্য করা বা এটা নিয়ে কোনও রকম সিদ্ধান্ত নেওয়ার আগে, ভারতের স্থানীয় জনভাবনা দেখতে হবে। কিন্তু আমাদের কোনও বড় সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, তাহলে আমাকে দেখতে হবে যে ভারতের বাসিন্দাদের কী মনোভাব? এবং আপনার মনে হয় যে আপনার এই জবাব জানেন।

Advertisement

বিদেশি মুদ্রা ভান্ডার

পাকিস্তানের বিদেশি মুদ্রা ভান্ডার ২০২২ সাল থেকে কমতে শুরু করেছে। স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে বক্তব্য অনুযায়ী ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে মোট বিদেশি মুদ্রার ভান্ডার কেবল ৮ বিলিয়ন ডলার ছিল। যা তিন সপ্তাহের খাবার আমদানি করতেও সক্ষম নয়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement