Advertisement

বাসযোগ্য থাকবে না, পৃথিবীকে ধ্বংস করবে মানুষই; চরম হুঁশিয়ারি বিজ্ঞানীদের

ওরফু বারতোলামি বলেন, এমন প্রাকৃতিক ঘটনা ঘটবে যে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবহাওয়া কীভাবে হবে তা মানুষ বুঝতে পারবেন না। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বাড়তে পারে। হিমবাহ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, আকস্মিক বন্যা বা অন্যকোনও অংশে খরা হবে। কোথাও ঝড় হবে আবার কোথাও টর্নেডো ধ্বংসলীলা চালাবে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Jun 2022,
  • अपडेटेड 7:47 PM IST
  • জয়বায়ু নিয়ে উদ্বেগ বিজ্ঞানীদের
  • পৃথিবীর ভবিষ্যৎ খুব একটা ভাল নয়
  • মনে করছেন গবেষকরা

পৃথিবীরে বসবাস যোগ্য রাখবে না মানুষই, আশঙ্কা বিজ্ঞানীদের। তাঁদের মতে, মানুষ শুধু পৃথিবীকে উত্তপ্তই করছে না, 'জলবায়ু বিশৃঙ্খলা'ও বাড়িয়ে দিচ্ছে। চারিদিকের পরিবেশে পরিবর্তন আসবে। বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। পৃথিবীর ভবিষ্যৎ খুব একটা ভাল নয়। আকস্মিক বন্যা, হিমবাহ গলে যাওয়া, দাবানল, হঠাৎ বৃষ্টি, তাপপ্রবাহের ঘটনা বাড়বে এবং সেগুলি নিয়ন্ত্রণ করাও কঠিন হবে। 

এই গবেষণাটি সম্প্রতি প্রি-প্রিন্ট ডাটাবেস arXiv-এ প্রকাশিত হয়েছে। যেখানে মানুষের কর্মকাণ্ডের কারণে ক্ষয়ক্ষতির একটি মূল্যায়ন করা হয়েছে। পৃথিবীর চিত্র তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। পর্তুগালের পোর্তো বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা বিভাগের বিজ্ঞানীরা বলেছেন,যদি পরিবর্তিত পরিবেশের উন্নতির জন্য কিছু না করা হয়, তাহলে পরিস্থিতি হবে ভয়াবহ। 

প্রতীকী ছবি

এই বিশ্ববিদ্যালয়ের গবেষক ওরফু বারতোলামি বলেন,"জলবায়ু পরিবর্তনের ক্ষতির কথা আমরা জানি। খরা, বন্যা, তাপপ্রবাহ, চরম আবহাওয়া ইত্যাদি। যদি পৃথিবীর আবহাওয়া এবং পরিবেশগত প্রক্রিয়া জলবায়ুকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়, তাহলে আমরা কোনওভাবেই তা বন্ধ করতে পারব না। পৃথিবীতে ক্রমবর্ধমান ধ্বংসের ধারা শুরু হবে।" 

প্রতীকী ছবি

ওরফু বারতোলামি বলেন, এমন প্রাকৃতিক ঘটনা ঘটবে যে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবহাওয়া কীভাবে হবে তা মানুষ বুঝতে পারবেন না। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বাড়তে পারে। হিমবাহ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, আকস্মিক বন্যা বা অন্যকোনও অংশে খরা হবে। কোথাও ঝড় হবে আবার কোথাও টর্নেডো ধ্বংসলীলা চালাবে। 

আরও পড়ুন৮ সন্তানের মায়ের Video Viral, ফিটনেসের রহস্য জানেন?


 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement