সূর্যের চেয়েও বেশি তেজ। ১০ গুণ বেশি সৌর ঝড়ের বেগ। এমনই এক নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে কয়েক যোজন আলোক বর্ষ দূরে এই তারা উগরে ফুটন্ত লাভা। যার প্রচণ্ড গতিবেগ। সূর্যও এই ধরনের লাভা উদগীরনের সক্ষম। ফলে পৃথিবী ও মানব সমাজ বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা।
ওই নক্ষত্রের চৌম্বকীয় ক্ষেত্র ও তেজস্ক্রীয় উদগীরন বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। যা সূর্যের ক্ষেত্রে সৌর ঝড় নামে খ্যাত। সূর্যে এই ধরনের ঝড় প্রতিনিয়ত হতে থাকে। তা তীব্র তাপমাত্রার কণার মেঘ বা লাভা তৈরি করে। এবং মহাকাশে কয়েক মিলিয়ন মাইলস গতিবেগে ছড়িয়ে পড়ে।
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ ইউটা নোটসুর নেতৃত্বাধীন গবেষক দল টেলিস্কোপ ব্যবহার করে নজর রেখে চলেছে 'এক ড্র্য়াকোনিস' নামে এক নক্ষত্রের গতিবিধির উপরে। এই নক্ষত্রটিকে 'যুব সূর্য' বলছেন গবেষকরা। চলতি বছর এপ্রিলে কিলো কিলো ফুটন্ত লাভা উদগীরন করেছে এই নক্ষত্রটি। যা সূর্যের মতো আয়তনের নক্ষত্রের সর্বোচ্চ লাভা নিঃসরণের চেয়ে ১০ গুণ বেশি।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে মহাকাশ কতটা বিপজ্জনক হতে পারে। আর এই ধরনের বিস্ফোরণ মানব সমাজ ও পৃথিবীর উপরে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। গবেষকরা বলছেন, এমন ফুটন্ত লাভা উদগীরন সূর্যের ক্ষেত্রেও দেখা যেতে পারে। ফলে একই ঘটনা ঘটলে পৃথিবী ও মঙ্গলের পক্ষে কতটা ভয়ঙ্কর হতে পারে তা অনুমেয়! গবেষকরা দেখছেন, মহাকাশে সূর্যের মতো নক্ষত্র থেকে প্রায়ই বেরিয়ে আসে আগুনের স্ফুলিঙ্গ। তবে তা সৌর জগতের চেয়ে দশ বা একশোগুণ বেশি শক্তিশালী।
আরও পড়ুন- Omicron কমিউনিটি স্প্রেড শুরু, ব্রিটেনে একাধিক জায়গায় আতঙ্ক
এক ড্র্য়াকোনিস
সূর্যের সমান আয়তন এই নক্ষত্রের। কিন্তু মাত্র ১০০ মিলিয়ন বছর বয়স তার। মহাকাশ বিজ্ঞানে যুবাই বলা চলে। টানা ৩২ রাত ধরে এই নক্ষত্রের উপর নজর রেখেছিলেন গবেষকরা। গত এপ্রিলে 'সৌর ঝড়' লক্ষ করেন বিজ্ঞানীরা। তার ৩০ মিনিট পরে প্রবল বেগে মহাশূন্যে ছড়িয়ে পড়ে ফুটন্ত লাভা। যার গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১ মিলিয়ন মাইল। এই ধরনের লাভা উদগীরনে সক্ষম সূর্যও। মঙ্গলে বায়ুমণ্ডল প্রায় নেই। ফলে সূর্য এই ধরনের লাভা উদগীরন করলে কয়েক বিলিয়ন বছর বয়সী এই গ্রহের কী হবে, তা বুঝতে পারবেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন- ৫ থেকে ১৪ বছর বয়সীর সংক্রমণ বাড়ছে: WHO