scorecardresearch
 

Pori Moni Granted Bail: কাটল বন্দিদশা, গ্রেফতারির ২৬ দিন পর জামিন পেলেন পরীমনি

গত ৪ অগাস্ট গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের নামকরা অভিনেত্রী পরীমনিকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও হয়ে নায়িকার বিরুদ্ধে। তাতে তিন দফায় জামিনের আবেদন নাকচও হয় পরীর। অবশেষে গ্রেফতারির ২৬ দিন পর জামিন মঞ্জুর হল অভিনেত্রীর। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন।

Advertisement
অবেশেষ জামিন মঞ্জুর হল পরীমনির অবেশেষ জামিন মঞ্জুর হল পরীমনির
হাইলাইটস
  • অবেশেষ জামিন মঞ্জুর হল পরীমনির
  • ৪ অগাস্ট তাঁকে গ্রেফতার করে ব়্যাব
  • তবে কতদিনের জামিন তা নিয়ে সবার কৌতূহল রয়েছে


গত ৪ অগাস্ট গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের নামকরা অভিনেত্রী পরীমনিকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও হয়ে নায়িকার বিরুদ্ধে। তাতে তিন দফায় জামিনের আবেদন নাকচও হয় পরীর। অবশেষে গ্রেফতারির ২৬ দিন পর জামিন মঞ্জুর হল অভিনেত্রীর। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। 

আরও পড়ুন: সেপ্টেম্বরে ফিরছেন ঢাকায়, বারাণসিতে নয়া মিশনে মিথিলা?

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাড়িতে  অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে র‌্যাব। পর দিন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে  মামলা করা হয়। তাঁর বিরুদ্ধে করা মামলায়  পরীমনির বাড়ি থেকে ‘মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হ। ওই মামলায় গত ৫ অগাস্ট চির দিনের ও গত ১০ অগাস্ট দ্বিতীয় দফায় দুই দিনের জন্য পরীমনিকে সিআইডি হেফাজতে পাঠান হয়। এরপর গত ১৯ অগাস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তৃতীয় দফা রিমান্ড শেষে ২১ অগাস্ট আদালতে হাজির করা হলে পরীমনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হয়। ওই দিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বরের দিনটি ধার্য করে। তবে পরের  দিন আরেক দফা আবেদনে ‘দ্রুত শুনানির’ আবেদন করেন পরীমনির আইনজীবী। এতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমনির জামিন আবেদনও করা হয়। হাইকোর্টের বেঞ্চ ২৬ অগাস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করে। অবশেষে সব আইনি বাধা পেরিয়ে গ্রেফতারির ২৬ দিন পর জামিন পেলেন পরীমনি। 

 

 

পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় দাবি করা হয়েছে, নায়িকা ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এমনকি এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। এজন্য বাড়িতে একটি ‘মিনিবার’ তৈরি করেন। তাঁর বাড়িতে  নিয়মিত ‘মদের পার্টি’বসত। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাড়িতে  অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

Advertisement

আরও পড়ুন:  ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও আর নেই?

২০১৪ সালে ঢাকাই সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ। জানা যাচ্ছে নিয়ম অনুযায়ী, পরীমনি যে জেলে  রয়েছেন, সেই কাশিমপুর কারাগোর কর্তৃপক্ষের কাছে জামিনের আদেশটি পৌঁছলে পরীমনি সেখান থেকে বের হতে পারবেন।

কতদিনের জামিন হয়েছে নায়িকার?
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল বলেন, চার্জশিট দাখিল হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন হয়েছে তাঁর।  পরীমনির আইনজীবী মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, আদালত তার জামিন মঞ্জুর করেছে। অভিনেত্রীর  মুক্তিতে আর কোনো বাধা নেই। মঙ্গলবারের মধ্যেই তাকে জেল থেকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। 

 

Advertisement