অভিনেতা সোনু সুদের (Sonu Sood) পর এ বার করোনা আক্রান্ত (Covid Positive) হলেন বলি অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সে কথা জানালেন অভিনেতা। বলিউডে একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা গত এক মাসের মধ্যে আক্রান্ত হয়েছেন করোনায়। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি খতিয়ে দেখে প্রায় সমস্ত ধরনের শুটিং বন্ধ রাখা হয়েছে। একের পর এক পিছিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন বড় বাজেটের ছবির মুক্তির তারিখ।
পোস্টে অর্জুন লেখেন, 'আমি করোনা পজিটিভ। যদিও করোনা কোনও লক্ষ্মণ নেই। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। সব রকম প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিচ্ছি। সব কোভিড বিধি মেনে চলেছি। যাঁরা শেষ দশ দিনে আমার সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকে অনুরোধ, নিজেদের শরীরের খেয়াল রাখুন। সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। করোনা টেস্ট করান। সময়টা সকলের জন্য খুব খারাপ। কিন্তু সব নিয়ম মেনে চললে এবং এক সঙ্গে লড়াই করলে খুব সহজেই এই করোনা ভাইরাসের মোকাবিলা করতে পারব।'
করোনার (coronavirus) দ্বিতীয় ঢেউতে ফের দেশে উদ্বেগ বাড়ছে। প্রথম বারের থেকেও বেশি ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস। এই ভাইরাসে প্রতিদিন ফের হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। এই সময় সকলকে আরও সাবধানতা মানতে হবে। বলিউডে করোনার প্রথমবারেই অনেকে আক্রান্ত হয়েছেন। সে সময় করোনা অনেক প্রাণ কেড়ে নিয়েছে। এবার দ্বিতীয় ঢেউ গত বারের থেকেও বেশি প্রভাব ফেলেছে বলিউডে।
করোনা ভাইরাসের এই নতুন ঢেউতে নতুন করে আক্রান্ত হচ্ছেন বলি পাড়ার অনেকেই। আমির খান, রণবীর কাপুর, সঞ্জয় লীলা বনসালী, কার্তিক আরিয়ান, মনোজ বাজপায়ী, বাপী লাহিড়ী, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেডনেকারের মতো একাধিক তারকারা একের পর এক কবলে পড়ছেন। মানব জীবনের এই মুহূর্তের সবচেয়ে বড় ভিলেন করোনা ভাইরাস।