scorecardresearch
 
Advertisement

Mumbai Cruise Drugs Case Live Updates: জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার NCB -র ফের সমন অনন্যাকে

Aajtak Bangla | মুম্বই | 21 Oct 2021, 6:28 PM IST

গত কালই আদালতে আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানির সময় NCB জানায়, শাহরুখ পুত্রের সঙ্গে একজন উঠতি বলিউড অভিনেত্রীর মাদক এবং ড্রাগ নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট তাদের হাতে এসেছে। আদালতে তা পেশ করা হয়। এনসিবির তরফ থেকে দাবি করা হয়, এই গোটা ঘটনায় আরিয়ান প্রত্যক্ষ ভাবে যুক্ত। তাই জামিন দেওয়া ঠিক হবে না। আদালত জামিন নাকচ করে। বৃহস্পতিবার সকালে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে যান শাহরুখ। তার কয়েক ঘণ্টার মধ্যেই শাহরুখের বাড়ি মন্নতে তল্লাশি অভিযান চালাল এনসিবি আধিকারিকরা।

অনন্যা পাণ্ডে ও আরিয়ান খান অনন্যা পাণ্ডে ও আরিয়ান খান

গত কালই আদালতে আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানির সময় NCB জানায়, শাহরুখ পুত্রের সঙ্গে একজন উঠতি বলিউড অভিনেত্রীর মাদক এবং ড্রাগ নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট তাদের হাতে এসেছে। আদালতে তা পেশ করা হয়। এনসিবির তরফ থেকে দাবি করা হয়, এই গোটা ঘটনায় আরিয়ান প্রত্যক্ষ ভাবে যুক্ত। তাই জামিন দেওয়া ঠিক হবে না। আদালত জামিন নাকচ করে। বৃহস্পতিবার সকালে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে যান শাহরুখ। তার কয়েক ঘণ্টার মধ্যেই শাহরুখের বাড়ি মন্নতে তল্লাশি অভিযান চালাল এনসিবি আধিকারিকরা।

এক দিনের মধ্যেই অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়ির সামনে পুলিশ এবং এনসিবি-র আধিকারিকদের একটি দল পৌঁছায়। যা দেখে মনে করা হচ্ছে সেই উঠতি অভিনেত্রী অনন্যা পাণ্ডে। অনন্যার সঙ্গে শাহরুখের পরিবারের সুম্পর্ক রয়েছে। অনন্যা বাবা চাঙ্কি পাণ্ডে একজন বলিউড অভিনেতা। শাহরুখ কন্যা সুহানার সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে অনন্যার। সেই সুবাদেই আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলে শোনা যায়।

6:28 PM (3 বছর আগে)

শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য NCB -র ফের সমন অনন্যাকে

Posted by :- soumita

বৃহস্পতিবার ২ ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর NCB অফিস ত্যাগ করে অনন্যা পাণ্ডে। তবে শুক্রবার সকাল ১১টায় তাঁকে ফের সমন পাঠায় কেন্দ্রীয় সংস্থা।  

5:08 PM (3 বছর আগে)

৩০ অক্টোবর অবধি জেলেই থাকতে হবে আরিয়ানকে

Posted by :- soumita

মুম্বই আদালত আরিয়ান খানের বিচারবিভাগীয় হেফাজত বাড়িয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত। মুম্বইয়ের একটি বিশেষ এনসিবি আদালত আরিয়ান খান এবং আরবাজ মার্চেন্টসহ ৮ জন অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজত বাড়িয়েছে। অভিযুক্তদের শারীরিকভাবে বআদালতে না এনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করা হয়।

এর আগে আরিয়ান খানকে গত ৭ অক্টোবর ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছিল।

4:47 PM (3 বছর আগে)

NCB অফিসে পৌঁছালেন চাঙ্কি ও অনন্যা পাণ্ডে

Posted by :- soumita

আরিয়ান খান ড্রাগ মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে পৌঁছালেন চাঙ্কি পাণ্ডে ও তাঁর মেয়ে অনন্যা পাণ্ডে। 

ananya pandey
4:42 PM (3 বছর আগে)

সুহানার বেস্ট ফ্রেন্ড অনন্যা, আরিয়ানের সঙ্গে ড্রাগস চ্যাট?

Posted by :- soumita

আরিয়ান ছাড়াও শাহরুখ কন্যা সুহানা খানের সঙ্গে অনন্যার বন্ধুত্ব কারও অজানা না। ছোটবেলা থেকেই এই বি-টাউন স্টারকিডরা একে অপরের খুবই ঘনিষ্ঠ। পার্টি থেকে শুরু করে ভ্যাকেশন বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে দেখা গেছে। এমনকি বিশেষভাবে ফটোশ্যুটও করেছেন সুহানা -অনন্যা। সবিস্তারে পড়ুন... 

ananya suhana
Advertisement
4:24 PM (3 বছর আগে)

নজরে আরও দুই অভিনেতা

Posted by :- Rajat Karmakar

এনসিবি সূত্রে খবর, আরিয়ান খানের মোবাইল থেকে পাওয়া চ্যাটের সূত্র ধরে বলিউডের আরও দুই অভিনেতাকে স্ক্যানারের নীচে রাখা হয়েছে। হয়তো শীঘ্রই তাদের তলব করা হতে পারে।

4:20 PM (3 বছর আগে)

প্রয়োজনীয় নথির তালিকা এনসিবি দিল পূজাকে

Posted by :- Rajat Karmakar

শাহরুখ খানের ম্যানেজার পূজাকে প্রয়োজনীয় নথির তালিকা হস্তান্তর করল এনসিবি। এর মধ্যে রয়েছে আরিয়ানের ব্যাঙ্ক ডিটেলস, কেনাকাটির ডিটেলস, বিদেশে থাকাকালীন খরচের হিসেব, ক্রেডিট এবং ডেবিট কার্ডের ডিটেলস, ইউপিআই অ্যাপ হিস্ট্রি, শিক্ষাগত যোগ্যতার নথি, মেডিক্যাল হিস্ট্রি ইত্যাদি। 

অনন্যা পাণ্ডে ছাড়াও এই মামলায় আরও কয়েকজনকে তলব করেছে এনসিবি।

4:06 PM (3 বছর আগে)

এনসিবি দফতরে পৌঁছলেন অনন্যা পাণ্ডে

Posted by :- Rajat Karmakar

এনসিবির শমন পেয়ে তাদের দফতরে বিকেল ৪টে নাগাদ পৌঁছান অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

3:59 PM (3 বছর আগে)

অনন্যাকে জিজ্ঞাসাবাদে সমীর ওয়াংখেড়ে

Posted by :- Rajat Karmakar

হাই প্রোফাইল মামলায় নিজেই জিজ্ঞাসাবাদের ভার নিলেন এনসিপি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। এ ছাড়াও উপস্থিত থাকবেন তদন্তকারী অফিসার ভি ভি সিং। মহিলাঅধিকারিকদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হবে অন্যাকে।

3:57 PM (3 বছর আগে)

এই প্রশ্ন দিয়ে অনন্যাকে জেরা করবে NCB

Posted by :- Rajat Karmakar

জিজ্ঞাসাবাদের জন্য এনসিবির দফতরে অনন্যা পাণ্ডে। সূত্রের খবর তাঁকে জেরা করতে প্রশ্ন তৈরি করেছে এনসিবি। নীচের প্রশ্নগুলি অনন্যাকে করা হবে।

  • Do you know Aryan Khan?
  • Have you seen Aryan consuming drugs?
  • Whom did he procure those drugs from?
  • Did you all consume drugs with him?
  • Since how long has Aryan been consuming drugs?
  • What kind of drugs was he consuming?
  • What kind of drugs have you consumed?
  • Who supplied those drugs?
  • Who are the drug suppliers?
  • On how many occasions were these drugs consumed?
  • Do you remember the dates when the drugs were consumed?
  • Did you know that consuming drugs is illegal?
Advertisement
3:32 PM (3 বছর আগে)

পরিবার তদন্তে সব রকম সাহায্য করবে: চাঙ্কি পাণ্ডে

Posted by :- Rajat Karmakar

অনন্যাকে এনসিবির তলব সাধারণ জিজ্ঞাসাবাদ হিসাবেই দেখছএ অনন্যার পরিবার। তাঁর বাবা অভিনেতা চাঙ্কি পাণ্ডে জানিয়েছেন, তদন্তের স্বার্থে সব রকম সহযোগিতা করা হবে।

3:30 PM (3 বছর আগে)

NCB দফতরের উদ্দেশ্য রওনা অনন্যা

Posted by :- Rajat Karmakar

জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে এনসিবি দফতরের উদ্দেশে রওনা হলেন অনন্যা পাণ্ডে। তাঁকে দুপুর ২টোয় তলব করেছিল এনসিবি।

2:02 PM (3 বছর আগে)

শাহরুখ-গৌরীর সঙ্গে দেখা করেননি আধিকারিকরা

Posted by :- Rajat Karmakar

মন্নতে শাহরুখ খান বা গৌরী খানের সঙ্গে সাক্ষাৎ করেননি এনসিবি আধিকারিকরা। তাঁরা রিসেপশনে শাহরুখের ম্যানেজার পূজা-র সঙ্গে দেখা করেন। তাঁকেই নোটিশ সার্ভ করা হয়। পূজা এ প্রসঙ্গে কয়েকটি ফোন কল করার পর ডকুমেন্টসে স্বাক্ষর করে আধিকারিকদের হাতে তুলে দেন। তার পরই তাঁরা মন্নত ছেড়ে চলে যান।

1:56 PM (3 বছর আগে)

১.১৫ নাগাদ মন্নত থেকে চলে যায় এনসিবি আধিকারিকরা

Posted by :- Rajat Karmakar

নোটিশ সার্ভ করার পর মন্নত থেকে প্রায় ৪৫ মিনিট পর সওয়া ১টা নাগাদ বেরিয়ে যায় এনসিবি আধিকারিকরা।

 

1:51 PM (3 বছর আগে)

মন্নতে নোটিশ দিতে গিয়েছিল এনসিবি

Posted by :- Rajat Karmakar

তদন্তের জন্যই মন্নতে নোটিশ দিতে গিয়েছিল এনসিবি আধিকারিকরা। আরিয়ানের ব্যবহৃত অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস কিছু থাকলে তা এনসিবি-র কাছে জমা করতে বলা হয় নোটিশে।

Advertisement
1:50 PM (3 বছর আগে)

ফোন বাজেয়াপ্ত হল অনন্যার

Posted by :- Rajat Karmakar

অনন্যার বাড়িতে তল্লাশি চালানোর সময় তাঁর ফোনও বাজেয়াপ্ত করে এনসিবি। ফরেন্সিক বিশেষজ্ঞরা তা খতিয়ে দেখবে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের সময় ফোনটি প্রমাণ হিসাবে ব্যবহার করা হতে পারে।

1:47 PM (3 বছর আগে)

অনন্যাকে তলব NCB-র

Posted by :- Rajat Karmakar

বৃহস্পতিবার ২১ অক্টোবর দুপুর ২টোয় NCB দফতরে হাজির হতে বলা হয়েছে অনন্যা পাণ্ডেকে। ক্রুজ পার্টি চলাকালীন অন্যার সঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট এনসিবির হাতে এসেছে। যাতে তারা ড্রাগ নিয়ে কথা বলছিলেন। গত কাল বুধবার আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানির সময় এনসিবি তা আদালতে পেশ করে।

1:44 PM (3 বছর আগে)

অনন্যার বাড়িতে NCB-র তল্লাশি

Posted by :- Rajat Karmakar

প্রায় একই সময়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতেও তল্লাশি চালাতে এনসিবি-র বিশেষ দল পৌঁছায়। মন্নতে তল্লাশি প্রসঙ্গে এনসিবি আধিকারিক ভি ভি সিং বলেন, 'তদন্ত এখনও চলছে। কিছু কাজপত্রের কাজ ছিল। সে কারণেই মন্নতে আসতে হয়েছিল। অনন্যাকে এই মামলায় ডাকা হয়েছে তার মানেই তিনি দোষীদের তালিকায় পড়ছেন না। সাক্ষ্য এবং জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।' ঘণ্টাখানেকের মধ্যে মন্নত ছেড়ে চলে যান এনসিবি আধিকারিকরা।

1:38 PM (3 বছর আগে)

মন্নতে পৌঁছাল NCB আধিরাকদের দল

Posted by :- Rajat Karmakar

দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ এনসিবির টিম মন্নতে পৌঁছায়। প্রায় ১ ঘণ্টা থাকার পর তারা সেখান থেকে বেরিয়ে যান।