বর্তমানে আলোচনার শীর্ষে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-র সঙ্গে ফের ট্যুইট যুদ্ধে নেমেছিলেন অভিনেত্রী।
সোমবার মহারাষ্ট্র সরকারের উদ্দেশ্যে একটি ভিডিওর মাধ্যমে ট্যুইট বার্তা প্রকাশ করে উদ্ধব ঠাকরেকে একহাত নিয়েছেন কঙ্গনা।
Message for Maharashtra government... pic.twitter.com/WfxI9EII38
— Kangana Ranaut (@KanganaTeam) October 26, 2020
অভিনেত্রী আরও লিখেছেন, "আপনার মত আমার বাবার অর্থ এবং শক্তি ব্যবহার করে আমি মদ্যপ হইনি। আমার যদি স্বজনপোষণের সাহায্য নেওয়ার ইচ্ছেই থাকত তাহলে আমি আমার সমৃদ্ধশালি পরিবারের সঙ্গে হিমাচলেই থাকতাম। আমার আত্মসম্মান ও আত্মমর্যাদা রয়েছে এবং আমি চাইনি তাঁদের সাহায্য এবং অর্থ নিয়ে নিজের জীবন কাটাতে"।
Chief Minister I am not drunk on my father’s power and wealth like you, if I wanted to be a nepotism product I could have stayed back in Himachal, I hail from a renowned family, I didn’t want to live off on their wealth and favours, some people have self respect and self worth.
— Kangana Ranaut (@KanganaTeam) October 26, 2020
কঙ্গনা আরো লিখেছেন, " রাউত আমায় 'হারামখোর' বলেছিলেন এবার উদ্ভব আমায় বেইমান বললেন। তিনি বলছেন আমি আমার রাজ্যে কোনো খাওয়ার পাবোনা। যদি মুম্বই আমায় থাকার জায়গা না দেয়, আপনার উপর ধিক্কার। আমি আপনার ছেলের বয়সী, আপনি এইরকম ভাবে একজন একাকী মহিলার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আপনি স্বজনপোষণের সবচেয়ে খারাপ একজন উদাহরণ" ।
Raut called me Haramkhor now Uddhav called me namak haram, he is claiming I won’t get food in my state if Mumbai does not give me shelter, shame on you I am your son’s age this is how you speak to a self made single woman, Chief Minister you are the worse product of nepotism. https://t.co/uV5RCf3R0W
— Kangana Ranaut (@KanganaTeam) October 26, 2020Advertisement
এর আগেও কঙ্গনার সঙ্গে ট্যুইট যুদ্ধ হয়েছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তখন সেই ট্যুইটের পাল্টা উত্তর দিয়ে ঠাকরে বলেছিলেন," আমি সেনার প্রধান এবং মুম্বই পুলিশেরও। এরা সেই পুলিশ যাঁরা নিজেদের জীবন বিপন্ন করে আপনার জীবন সুরক্ষিত করে। আপনি কিভাবে এসব তাঁদের নিয়ে বলতে পারেন? মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর বলাটা নরেন্দ্র মোদির অপমান। যদি ভারতের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর থাকে তাহলে কি সেটা প্রধানমন্ত্রীর দোষ নয়"?