scorecardresearch
 

"স্বজনপোষণের সবচেয়ে খারাপ উদাহরণ আপনি"! ফের বিস্ফোরক কঙ্গনা

বর্তমানে আলোচনার শীর্ষে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-র সঙ্গে ফের ট্যুইট যুদ্ধে নেমেছিলেন অভিনেত্রী। 

Advertisement
কঙ্গনা রানাওয়াত ও উদ্ধব ঠাকরে কঙ্গনা রানাওয়াত ও উদ্ধব ঠাকরে
হাইলাইটস
  • হারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-র সঙ্গে ফের ট্যুইট যুদ্ধে নেমেছেন অভিনেত্রী। 
  • "স্বজনপষণের সবচেয়ে খারাপ উদাহরণ আপনি",উদ্ববকে বললেন কঙ্গনা।
  • মহারাষ্ট্র সরকারের উদ্দেশ্যে ভিডিও বার্তা প্রকাশ অভিনেত্রীর।

বর্তমানে আলোচনার শীর্ষে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-র সঙ্গে ফের ট্যুইট যুদ্ধে নেমেছিলেন অভিনেত্রী। 

সোমবার মহারাষ্ট্র সরকারের উদ্দেশ্যে একটি ভিডিওর মাধ্যমে ট্যুইট বার্তা প্রকাশ করে উদ্ধব ঠাকরেকে একহাত নিয়েছেন কঙ্গনা। 

অভিনেত্রী আরও লিখেছেন, "আপনার মত আমার বাবার অর্থ এবং শক্তি ব্যবহার করে আমি মদ্যপ হইনি। আমার যদি স্বজনপোষণের সাহায্য নেওয়ার ইচ্ছেই থাকত তাহলে আমি আমার সমৃদ্ধশালি পরিবারের সঙ্গে হিমাচলেই থাকতাম। আমার আত্মসম্মান ও আত্মমর্যাদা রয়েছে এবং আমি চাইনি তাঁদের সাহায্য এবং অর্থ নিয়ে নিজের জীবন কাটাতে"। 


কঙ্গনা আরো লিখেছেন, " রাউত আমায় 'হারামখোর' বলেছিলেন এবার উদ্ভব আমায় বেইমান বললেন। তিনি বলছেন আমি আমার রাজ্যে কোনো খাওয়ার পাবোনা। যদি মুম্বই আমায় থাকার জায়গা না দেয়, আপনার উপর ধিক্কার‌। আমি আপনার ছেলের বয়সী, আপনি এইরকম ভাবে একজন একাকী মহিলার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আপনি স্বজনপোষণের সবচেয়ে খারাপ একজন উদাহরণ" । 

এর আগেও কঙ্গনার সঙ্গে ট্যুইট যুদ্ধ হয়েছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তখন সেই ট্যুইটের পাল্টা উত্তর দিয়ে ঠাকরে বলেছিলেন," আমি সেনার প্রধান এবং মুম্বই পুলিশেরও। এরা সেই পুলিশ যাঁরা নিজেদের জীবন বিপন্ন করে আপনার জীবন সুরক্ষিত করে। আপনি কিভাবে এসব তাঁদের নিয়ে বলতে পারেন? মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর বলাটা নরেন্দ্র মোদির অপমান। যদি ভারতের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর থাকে তাহলে কি সেটা প্রধানমন্ত্রীর দোষ নয়"?

Advertisement