আবাসনের চেয়ারপার্সনকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী পায়েল রোহতগি (Payal Rohatgi)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে চেয়ারপার্সনকে কটূক্তি করার অভিযোগে গুজরাটের, আমদাবাদের স্যাটেলাইট পুলিশ গ্রেফতার করে তাঁকে। যদিও পড়ে সেই পোস্ট মুছে ফেলেন তিনি। কিন্তু যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।
এর আগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুর (Pandit Jawaharlal Nehru) বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের জন্য ২০১৯ সালে রাজস্থানের বুন্দি পুলিশ পায়েল রোহতগিকে গ্রেফতার করেছিল। গত ২০ জুন সদস্য না হওয়া সত্ত্বেও, আবাসনের বৈঠকে অংশ নিয়েছিলেন পায়েল। যখন তাঁকে কথা বলতে বারণ করা হয়, তখনই চটে যান তিনি। সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন অভিনেত্রী। সেই সঙ্গে, আবাসনে বাচ্চাদের খেলার প্রসঙ্গে অভিনেত্রী তর্কে জড়ান।
আজ ২৫ জুন, পায়েল নিজের ইনস্টা প্রোফাইলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে শিবের উপাসনা করছেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, "আমি জানি নির্দিষ্ট কিছু মানুষ লোকেরা যারা নিজেরা নোংরা কাজ করতে চাইছেন না, তাঁদের লক্ষ্যপূরণ করতে আমায় ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমি প্রবাহের সঙ্গে যাচ্ছি, এটা জানা সত্ত্বেও যে তাঁদের এই প্ল্যানে আমি আটকা পড়ে যাচ্ছি। আমি জানি যে ঈশ্বরের আমার জন্য বিশেষ ভাবনা চিন্তা আছে এবং এই মানুষগুলি আমার কিছু ক্ষতি করতে পারবে না। ওম নমঃ শিবায়..."
এর আগে, ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর একটি ফেইসবুক ভিডিয়োতে মতিলাল নেহেরুর পরিবারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এমনকি জওহরলাল নেহেরুর স্ত্রীকে অপমান করার কথাও শোনা গিয়েছিল সেই ভিডিয়োতে।
আরও পড়ুন: অনলাইনে মদ অর্ডার করে প্রতারিত শাবানা আজমি, টুইটে ক্ষোভ অভিনেত্রীর
পায়েল রোহাতগি 'ইয়ে কেয়া হো রাহা হ্যায়' ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন ২০০২ সালে। পরে তাঁকে 'খতরো কে খিলারি ২' এবং 'বিগ বস ২'- র মতো রিয়ালিটি টিভি শোতে দেখা গিয়েছিল।