scorecardresearch
 

Siddharth Shukla Death: ঝকঝকে কেরিয়ার! Google-এ 'মোস্ট সার্চড' সেলেব হয়েছিলেন

Big Boss 13-এর বিজয়ী ছিলেন সিদ্ধার্থ। সম্প্রতি তাঁকে দেখা যায় Bigg Boss OTT ও Dance Deewane 3 রিয়েলিটি শোয়ে।

Advertisement
সিদ্ধার্থ শুক্লা সিদ্ধার্থ শুক্লা
হাইলাইটস
  • ১৯৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধার্থ
  • ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল সিদ্ধার্থের
  • Big Boss 13-এর বিজয়ী ছিলেন সিদ্ধার্থ

মাত্র ৪০ বছর বয়স। আক্ষরিক অর্থেই অকাল প্রয়াণ। সিদ্ধার্থের মৃত্যুর পরেই জোর চর্চা শুরু হয়েছে, মানসিক চাপেই কি জীবন দিয়ে খেসারত দিতে হল সিদ্ধার্থ শুক্লাকে? বুধবার কিছু ওষুধ খেয়ে শুতে গিয়েছিলেন। তারপর আর ঘুম ভাঙল না। 

আরও পড়ুন: PHOTOS: শোওয়ার সময় কিছু ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ, সকালে আর ঘুম ভাঙল না 

মুম্বইয়ের কুপার্স হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালে নিয়ে আসার আগেই সম্ভবত মৃত্যু হয়েছিল সিদ্ধার্থের। ১৯৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধার্থ শুক্লা। মডেলিং দিয়েই কেরিয়ার শুরু। পরে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন। হাসপাতাল সূত্রে খবর, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল সিদ্ধার্থের। সিদ্ধার্থের মৃত্যুর খবরে গোটা বলিউডে শোকের ছায়া। 

সিদ্ধার্থ শুক্লা

Big Boss 13-এর বিজয়ী ছিলেন সিদ্ধার্থ। সম্প্রতি তাঁকে দেখা যায় Bigg Boss OTT ও Dance Deewane 3 রিয়েলিটি শোয়ে। বি-টাউনে জোর গুঞ্জন চলছিল, শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের প্রেমের সম্পর্ক নিয়ে। একতা কাপুরের পপুলার শো 'Broken But Beautiful 3'-এ স্ক্রিনে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। ওই শোয়ে অগস্ত্যের ভূমিকায় অভিনয় করেন তিনি।  

সিদ্ধার্থ শুক্লা -- ফাইল ছবি

এছাড়াও একাধিক মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে সিদ্ধার্থকে। যেমন Bhula Dunga, Shona Shona ইত্যাদি। ওই মিউজিক ভিডিওগুলিতে সিদ্ধার্থের সঙ্গে ছিলেন শেহনাজ গিলও। সিদ্ধার্থ শুক্লা প্রথম এশিয়ান মডেল, যিনি তুরস্কে বিশ্বসেরার খেতাব জিতেছিলেন ২০০৫ সালে। ২০০৪ সালে গ্ল্যাডর‍্যাগস ম্যানহান্ট কন্টেস্টে রানার আপ ছিলেন সিদ্ধার্থ।

সিদ্ধার্থ শুক্লা -- ফাইল ছবি
সিদ্ধার্থ শুক্লা -- ফাইল ছবি

একাধিক বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছে। ২০০৮ সালে অভিনয়ে ডেবিউ করেন সিদ্ধার্থ। সনি টিভির 'বাবুল কা আঙ্গান ছুটে না'-তে ডেবিউ। এছাড়াও 'লাভ ইউ জিন্দেগি', 'বালিকা বধূ', 'দিল সে দিল তক' সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। এছাড়াও সাবধান ইন্ডিয়া, খতরোঁ কে খিলাড়ি, বিগ বস, ঝলক দিখলা যা-এর মতো রিয়েলিটি শোয়ে তাঁকে দেখা গিয়েছে। ২০১৯ সালে গুগল-এ মোস্ট সার্চড সেলেব্রিটি ছিলেন সিদ্ধার্থ। সিদ্ধার্থের পরিবার এলাহাবাদের। মা-বাবার একমাত্র ছেলে। রয়েছেন দুই বোন। সেন্ট জ্যাভিয়ার্স স্কুল থেকে পড়াশোনা শেষ করে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে স্নাতক হন। 
 

Advertisement

Advertisement