'বলিউডে গান করা এখনও ছাড়িনি, কামব্যাকের প্রশ্ন উঠছে কেন?' খানিকটা অবাক হয়ে কনফিডেন্সের সঙ্গে প্রশ্ন করলেন কুমার শানু। সম্প্রতি কুলি নাম্বর ওয়ানে তাঁর গানকে অনেকে কুমার শানু-র বলিউডে কাম ব্যাক বলছেন। কিন্তু তা বলতে নারাজ ২৬ ভাষায় ২১ হাজার গান গাওয়া এই বাঙালি গায়ক। আজতকের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে তাঁর জীবনের আরও অনেক অজানা তথ্য জানালেন শানু।
গান তো সব ধরনেরই করেছেন। কিন্তু রোম্যান্টিক গানের কিং বলা হয় তাঁকে। এ বিষয়ে প্রশ্নের উত্তরে শানু বলেন, 'আমি রোম্যান্টিক গান করা সবচেয়ে বেশি পছন্দ করি। আমার মনে হয় ঈশ্বর আমায় ঠেকা দিয়ে পাঠিয়েছেন যাতে আমি গান গেয়ে সবার প্রেম করাতে পারি। তবে এটা সত্যি মনের গহন কোন থেকে রোম্যান্টিক গান করতে ভালো লাগে।'
নানা ভাষায় গান করেছেন সানু। সব মিলিয়ে ২৬ ভাষায় ২১ হাজার গান করার অনন্য কীর্তি রয়েছে তাঁর দখলে। এ বিষয়ে তিনি বলেন, 'কী ভাবে হয়েছে জানি না, তবে ২৬টা ভাষায় মোট ২১ হাজার গান গেয়েছি। তবে তার মধ্যে হিন্দি ভাষায় গান করতে সবচেয়ে বেশি ভালো লাগে। তার পরই বাংলা ভাষায় কথা বলব। কারণ বাংলা আমার মাতৃভাষা আর আমি বাংলার লোক। তবে সব ভাষাই নিজগুণে স্পেশাল। কিন্তু এই দুই ভাষায় সঙ্গে আমি বেশি সহজ, বেশি অনায়াসে গান করতে পারি।'
তাঁর সাফল্যের পিছনে অনেক কিছুর অবদান রয়েছে বলে মনে করেন শানু। তাঁর কথায়, 'আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান বলে মনে করি যে আমি এত ভালো ভালো গান গাইতে পেরেছি। ভালো সঙ্গীত পরিচালকদের সঙ্গে কজা করতে পেরেছি। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি সব সময়। তাই সাফল্যের পিছনে অনেকগুলি বিষয় রয়েছে। আমি এটাকে ঈশ্বরের কৃপা বলে মনে করি।'
বলিউডে কামব্যাকের প্রশ্নে খানিকটা অবাকই হলেন কুমার শানু। বিস্মিত হয়ে তিনি বলেন, 'গিয়েছিলাম কোথায় যে কাম ব্যাকের প্রশ্ন উঠছে? অনেকে বলছেন বরুণ ধাওয়ানের লিপে কুলি নাম্বার ওয়ান ছবির গান শুনে অনেকে এ কথা বলছেন। তাঁদের আমি বলতে চাই, এখনও গান গাওয়া ছাড়িনি। হ্যাঁ এটা ঠিক যে আমি কাজ করা অনেকটা কমিয়ে দিয়েছি। অনেক কষ্ট আর পরিশ্রম করে ভালো ভালো গান গেয়ে ইন্ডাস্ট্রিতে একটা জায়গা তৈরি করেছি। যেটা ফালতু গান করে আমি নষ্ট করতে চাইনা।'