বলিউড অভিনেতা সোনু সুদের (Sonu Sood) বাড়ি এবং অফিসে আয়কর বিভাগের (IT Department) সার্ভের পর, অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছেন। সোনু সুদ লিখেছেন- "কঠিন পথেও সফর সহজ মনে হয়, প্রত্যেক ভারতীয়র প্রার্থনার ফলেই এমনটা হয়।"
আয়কর বিভাগ নাগপুর, জয়পুর, মুম্বই মিলিয়ে মোট ৬টি জায়গায় সোনু সুদের বাড়ি এবং অফিসে সার্চ অপারেশন চালায়। গত বুধবার এই ৬টি স্থানে তল্লাশি চালানো হয়।
সোনু সুদ বিবৃতি প্রকাশ করেছেন
বিবৃতিতে তিনি লিখেছেন, 'You don't always have to tell your side of the story. Time will. I have pledged myself to the service of the people of India with all my strength and heart. Every rupee in my foundation is awaiting its turn to save a precious life and reach the needy.'
“सख्त राहों में भी आसान सफर लगता है,
— sonu sood (@SonuSood) September 20, 2021
हर हिंदुस्तानी की दुआओं का असर लगता है” 💕 pic.twitter.com/0HRhnpf0sY
তিনি আরও লেখেন, 'In addition, on many occasions, I have encouraged brands to donate my endorsement fees for humanitarian causes too, which keeps us going. I have been busy attending to a few guests hence was unable to be at your service, for the last 4 days. Here I am back again in all humility. At your humble service, for life. Kar bhala, ho bhala Ant bhale ka sab bhala. My journey continues... Jai Hind... '
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোনু সুদের প্রশংসা করে একটি পোস্ট লিখেছেন। তিনি সোনুকে হিরো বলেছেন। অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, 'সোনু জি আপনি লক্ষ লক্ষ ভারতীয়দের নায়ক।'
More power to u Sonu ji. U are a hero to millions of Indians https://t.co/TACjG8ugOP
— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 20, 2021
লকডাউনে অসংখ্য গরিব পরিযায়ী মানুষকে সাহায্য করার সময় সোনু সুদ আলোচনায় আসেন। তিনি পরিযায়ী শ্রমিকদের তাঁদের বাড়িতে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছেন। লকডাউনে শুরু হওয়া সাহায্যের প্রক্রিয়া এখনও চলছে। তিনি মানুষকে এখনো নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সোশাল মিডিয়ার মাধ্যমেও তিনি মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন।