scorecardresearch
 

Oscars 2021 Winner List: সেরা ছবি ক্লো ঝাও-র নোম্যাডল্যান্ড, সেরা অভিনেতা অ্যান্থনি হপকিন্স

ইতিহাস তৈরি হল ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (93rd Academy Awards) মঞ্চে। প্রথম চিনা মহিলা হিসাবে এবং সব মিলিয়ে দ্বিতীয় মহিলা হিসাবে সেরা পরিচালকের খেতাব জিতলেন ক্লো ঝাও। নোম্যাডল্যান্ড (Nomadland) ছবির জন্য এই খেতাব দেওয়া হল তাঁকে।

Advertisement
হাইলাইটস
  • অস্কারের মঞ্চে কারা কারা করলেন বাজিমাত?
  • দেখুন সম্পূর্ণ বিজেতাদের তালিকা

৯৩তম অস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন হলিউডের অন্যতম সেরা অভিনেতা অ্যান্থনি হপকিন্স (Anthony Hopkins)। এর আগে ১৯৯২ সালে মুক্তি পাওয়া দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস (The Silence of the Lambs) ছবির জন্য অস্কার জিতেছিলেন। অনেকেই আশা করেছিলেন করোনায় মৃত অভিনেতা চ্যাডউইক বসম্যান (Chadwick Boseman) এ বারের মরণোত্তর অস্কার জিততে পারেন। তবে দ্য ফাদার (The Father) ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অ্যান্থনি।

ইতিহাস তৈরি হল ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (93rd Academy Awards) মঞ্চে। প্রথম চিনা মহিলা হিসাবে এবং সব মিলিয়ে দ্বিতীয় মহিলা হিসাবে সেরা পরিচালকের খেতাব জিতলেন ক্লো ঝাও (Chloe Zhao)। নোম্যাডল্যান্ড (Nomadland) ছবির জন্য এই খেতাব দেওয়া হল তাঁকে। এর আগে ২০০৮ সালে মুক্তি পাওয়া দ্য হার্ট লকার ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন ক্যাথরিন বিজেলো। সেরা পরিচালক ছাড়াও সেরা ছবি এবং সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছে নোম্যাডল্যান্ড এবং ফ্রানসেস ম্যাকডরম্যান্ড (Frances McDormand)।

সেরা সহ অভিনেতা এবং অভিনেত্রীর খেতাব জিতলেন যথাক্রমে ড্যানিয়েল কালুয়া এবং ইউন ইউ-জুং। ড্যানিয়েল খেতাব জিতলেন গত বছরের অন্যতম চর্চিত ছবি জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা-র জন্য। অন্য দিকে কোরিয়ান অভিনেত্রী ইউন ইউ-জুং মিনারি ছবির জন্য অস্কার পেলেন।

 

দেখুন এক নজরে কারা কারা জিতলেন অস্কার:

 

Best Picture: Nomadland

Best Director: Chloe Zhao, Nomadland

Best Actress: Frances McDormand, Nomadland

Best Actor: Anthony Hopkins, The Father

 

 

Best Supporting Actress: Yuh-Jung Youn, Minari

Best Supporting Actor: Daniel Kaluuya, Judas And The Black Messiah

Advertisement

Best Original Screenplay: Promising Young Woman

Best Adapted Screenplay: The Father

Best Animated Feature Film: Soul

Best International Feature Film: Another Round

 

 

Best Original Score: Soul

Best Original Song: Fight For You, Judas And The Black Messiah

Best Documentary Feature: My Octopus Teacher

Best Documentary Short: Colette

Best Live Action Short: Two Distant Strangers

Best Animated Short: If Anything Happens I Love You

 

 

Best Sound: Sound Of Metal

Best Production Design: Mank

Best Cinematography: Mank

Best Makeup And Hair: Ma Rainey's Black Bottom

 

 

Best Costume Design: Ma Rainey's Black Bottom

Best Film Editing: Sound Of Metal

Best Visual Effects: Tenet

Jean Hersholt Humanitarian Award: Tyler Perry

 

Advertisement