scorecardresearch
 

রোগে কণ্ঠস্বর হারিয়েছেন? ক্ষুব্ধ বাপ্পি লাহিড়ি বললেন, 'ফেক খবর'

জল্পনা চলছিল অসুস্থতায় কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়ি। খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বছর ৬৮-র গায়ক। তবে কেমন আছেন তিনি? নিজেই বিবৃতি দিয়ে স্পষ্ট করেছেন। তিনি ভালো আছেন বলেই জানান। তাঁর নামে এমন মিথ্যে খবর ছড়ানোয় দুঃখপ্রকাশ করেন বাপ্পি লাহিড়ি।

Advertisement
বাপ্পি লাহিড়ী বাপ্পি লাহিড়ী
হাইলাইটস
  • জল্পনা চলছিল অসুস্থতায় কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়ী
  • খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বছর ৬৮-র গায়ক
  • তবে কেমন আছেন তিনি?

জল্পনা চলছিল অসুস্থতায় কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়ি। খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বছর ৬৮-র গায়ক। তবে কেমন আছেন তিনি? নিজেই বিবৃতি দিয়ে স্পষ্ট করেছেন। তিনি ভালো আছেন বলেই জানান। তাঁর নামে এমন মিথ্যে খবর ছড়ানোয় দুঃখপ্রকাশ করেন বাপ্পি লাহিড়ি।

একটি বিবৃতি দিয়েছেন বাপ্পি লাহিড়ি 

বাপ্পি লাহিড়ি একটি পোস্ট শেয়ার করেন। যাতে লেখা,"সংবাদমাধ্যমে নিজের স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা খবর দেখে খুবই খারাপ লাগছে। প্রিয়জন এবং শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদে আমি ভালোই।" বাপ্পি লাহিড়ির পোস্টে গায়ক শান মন্তব্য করেন, 'সত্যিই মন খারাপ করার মতো খবর। ফেক নিউজ করে ওরা কী পায় বুঝি না। এগুলো কেবলই আতঙ্ক এবং বিভ্রান্তি তৈরি করে।"

বাপ্পি লাহিড়িকে নিয়ে গুজব

সম্প্রতি বাপ্পি লাহিড়িকে নিয়ে একটি খবর ছড়িয়েছিল তিনি নাকি চিরতরে হুইলচেয়ার নির্ভর হয়ে গেছেন। চলাফেরার জন্য তাঁর জুহু অ্যাপার্টমেন্টে একটি লিফট বসানো হয়েছে। এক জাতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবরে জানায়, যারা বাপ্পি লাহিড়ির সঙ্গে দেখা করেছেন তাঁরা জানিয়েছেন যে তিনি এখন আর কথা বলেন না, তাই ভেঙে পড়েছেন তিনি।

করোনায় আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি 

বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা বাবার স্বাস্থ্যের বিষয়ে জানান, ফুসফুসের রোগের কারণে তিনি চিকিৎসাধীন। এমন অবস্থায় তাঁকে বেশি কথা বলতে নিষেধ করেছেন চিকিৎসকেরা। বাপ্পা আরও জানান, এই কারণে হয়তো অনেকে ভেবেছেন তিনি বাক্শক্তিই হারিয়ে ফেলেছেন। তবে এমনটা নয়। 

Advertisement

চলতি বছরে এপ্রিলে বাপ্পি লাহিড়ি করোনায় আক্রান্ত হওয়ার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। সুস্থ হওয়ার পর শীঘ্রই তিনি ফিরে আসেন। যদিও করোনা তাঁর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারেনি, কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন বলেই জানা যায়।

Advertisement