scorecardresearch
 

Rupankar Bagchi: কেক সংস্থার পর রূপঙ্করের গান বাজাবে না জনপ্রিয় বাঙালি রেস্তরাঁ

বাঙালি খাবার ও অন্দরের সাজসজ্জার জন্য বিখ্যাত এই রেস্তরাঁ। গ্রাহকদের মনোরঞ্জনের জন্য বাজানো হয় বাংলা গান।

Advertisement
রূপঙ্কর বাগচি। রূপঙ্কর বাগচি।
হাইলাইটস
  • 'ভূতের রাজা দিল বর' জানিয়ে দিল, রূপঙ্করের গান বাজানো হবে না।
  • জনরোষের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। 

কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। নেটিজেনদের প্রতিবাদ। সঙ্কটে রূপঙ্কর বাগচি! কেক প্রস্তুতকারক সংস্থার পর এ বার তাঁকে বাদ দিল কলকাতার জনপ্রিয় রেস্তরাঁও। 'ভূতের রাজা দিল বর' জানিয়ে দিল, রূপঙ্করের গান বাজানো হবে না।যাদবপুরে রেস্তরাঁর বাইরে এই মর্মে নোটিসও দেওয়া হয়েছে। জনরোষের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। 

বাঙালি খাবার ও অন্দরের সাজসজ্জার জন্য বিখ্যাত 'ভূতের রাজা দিল বর'। গ্রাহকদের মনোরঞ্জনের জন্য বাজানো হয় বাংলা গান। রূপঙ্করের গাওয়া গানও বাজে। তবে কেকে-র মৃত্যুর পর যেভাবে নেটিজেনরা গায়কের বিরোধিতায় সরব হয়েছেন তাতে আর রূপঙ্করের গান না বাজানোর সিদ্ধান্ত নিয়েছে রেস্তরাঁ কর্তৃপক্ষ। তারা নোটিস দিয়ে জানিয়েছে,'জনস্বার্থ এবং জনরোষের কথা মাথায় রেখে আমরা রূপঙ্কর বাগচীর গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হল। আমরা ক্ষমাপ্রার্থী।'

'ভূতের রাজা দিল বর' রেস্তরাঁর নোটিস।
'ভূতের রাজা দিল বর' রেস্তরাঁর নোটিস।

      
'মিও আমোরে' নামে একটি কেক প্রস্তুতকারক সংস্থার জন্য বিজ্ঞাপনী গান গেয়েছিলেন রূপঙ্কর। তাঁকে কটাক্ষ করতে গিয়ে ওই গান ভাইরাল করেছে নেটিজেনদের একাংশ। কেক সংস্থার পণ্য বয়কটের ডাক দেওয়া হয় নেটমাধ্যমে। তারা জানিয়েছে, 'রূপঙ্কর বাগচির মন্তব্যে আমরা দুঃখিত। তিনি যা বলেছেন, তার সঙ্গে আমরা সহমত পোষণ করি না। ক্রেতাদের অনুভূতিকে মাথায় রেখে ব্র্যান্ড জিঙ্গল নিয়ে যথাসময়ে সিদ্ধান্ত নেব।'

আরও পড়ুন- 'মেজর'-এ প্রশংসিত অভিনয়, জানেন বাহুবলীতে ছোট্ট রোলে ছিলেন আদিভি শেষ

Advertisement