scorecardresearch
 

RRR বা কাশ্মীর ফাইলস নয়, Chhello Show ভারতের অফিশিয়াল Oscar এন্ট্রি

গুজরাটি ছবি ছেল্লো শো (Chhello Show) ভারতের অফিসিয়াল অস্কার এন্ট্রি হিসাবে জায়গা করে নিল। মঙ্গলবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এই ঘোষণা করেছে। প্যান নলিনের (Pan Nalin) ছবির ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় লাস্ট ফিল্ম শো, অর্থাৎ সিনেমার শেষ শো।

Advertisement
Chhello Show ভারতের অফিশিয়াল Oscar এন্ট্রি Chhello Show ভারতের অফিশিয়াল Oscar এন্ট্রি

গুজরাটি ছবি ছেল্লো শো (Chhello Show) ভারতের অফিসিয়াল অস্কার এন্ট্রি হিসাবে জায়গা করে নিল। মঙ্গলবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এই ঘোষণা করেছে। প্যান নলিনের (Pan Nalin) ছবির ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় লাস্ট ফিল্ম শো, অর্থাৎ সিনেমার শেষ শো।

প্যান নলিন একটি টুইট করে এই খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন। "OMG! What a night this going to be! Gratitude to Film Federation of India and thank you FFI jury members. Thank you for believing in Chhello Show. Now I can breathe again and believe in cinema that entertains, inspires and enlightens!"

গুজরাটি ভাষার ছবিটি এর আগে বহু দেশের চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছিল। বেশ প্রশংসিতও হয় ছবিটি। বিশ্বজুড়ে সমালোচক এবং দর্শকদের হৃদয় জয় করেছে। এখন গুজরাট-সহ সারা দেশে প্রেক্ষাগৃহে ১৪ অক্টোবর মুক্তি পাবে। পরিচালক প্যান নলিনের ছোটবেলার স্মৃতিকে সঙ্গী করে গ্রামীণ গুজরাটে ছোটবেলায় সিনেমার প্রেমকে নিয়ে ছবিটি তৈরি করেছেন। ছোট থেকে কীভাবে ডিজিটাল যুগের সূচনার সিনেমার প্রোজেকশনে বিপ্লব এনেছে মূলত তা নিয়েই ছবিটি তৈরি করেছেন প্যান।

রবার্ট ডি নিরোর (Robert DeNiro) ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে (Tribeca Film Festival) ওপেনিং ফিল্ম হিসেবে Chhello Show-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। স্পেনের ৬৬তম ভ্যালাডোলিড ফিল্ম ফেস্টিভাল (Valladolid Film Festival), গোল্ডেন স্পাইক-সহ (Golden Spike) বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কার জিতেছে ছবিটি। যেখানে এটি বাণিজ্যিকভাবেও বেশ সফল হয়েছিল।

Chhello Show অস্কার প্রতিযোগিতায় The Kashmir Files এবং RRR কে পরাজিত করে স্থান করে নিয়েছে। বেশ কিছু দিন আগে থেকে এই দুটি ছবিকে অস্কার প্রতিযোগিতায় পাঠানোর জন্য প্রচার চালানো হয়েছে। সিনেমা নিয়ে তৈরি ছবিকে পুরস্কার দিতে হয়তো অ্যাকাডেমিও ভালোবাসতে পারে। তাই বলা হচ্ছে, এই ছবিটির অস্কার জেতার বড় সুযোগ রয়েছে।

Advertisement

 

Advertisement