scorecardresearch
 

Tele Serial Update: এক বছরের মাথায় হঠাৎ বন্ধ হল এই সিরিয়াল, তোলপাড়; আবেগে ভাসলেন নায়িকা

Tele Serial Update: টিআরপি-তে যদি জায়গা করতে না পারে, তাহলে সেই সিরিয়ালের মেয়াদ খুব বেশিদিন থাকে না। আর যে কারণেই শুরু হওয়ার খুব কম সময়ের মধ্যেই একের পর এক সিরিয়াল বন্ধ হতে শুরু করে। এবার সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে আরও এক সিরিয়ালের। যা প্রথম থেকেই সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি।

Advertisement
বন্ধ হচ্ছে কোন সিরিয়াল? বন্ধ হচ্ছে কোন সিরিয়াল?
হাইলাইটস
  • টিআরপি-তে যদি জায়গা করতে না পারে, তাহলে সেই সিরিয়ালের মেয়াদ খুব বেশিদিন থাকে না।

টিআরপি-তে যদি জায়গা করতে না পারে, তাহলে সেই সিরিয়ালের মেয়াদ খুব বেশিদিন থাকে না। আর যে কারণেই শুরু হওয়ার খুব কম সময়ের মধ্যেই একের পর এক সিরিয়াল বন্ধ হতে শুরু করে। এবার সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে আরও এক সিরিয়ালের। যা প্রথম থেকেই সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি। টিআরপিতে জায়গা করতে না পারায় বন্ধ হতে চলেছে সন্ধ্যাতারা সিরিয়াল। আসলে চ্যানেল কর্তৃপক্ষ আর টানতে রাজি নয়। আর এতেই ভীষণভাবে ভেঙে পড়েছেন এই সিরিয়ালের অন্যতম নায়িকা অন্বেষা হাজরা। 

৪ মার্চ অর্থাৎ সোমবার থেকেই আর দেখা যাবে না এই সিরিয়ালটিকে। যেখানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক বঁধুয়া। এই পথ যদি না শেষ হয় সিরিয়ালটি শেষ হওয়ার পর অন্বেষাকে সেভাবে ছোটপর্দায় দেখা যায়নি। এরপর সন্ধ্যাতারা সিরিয়ালের মাধ্যমে তিনি ফেরেন। টিআরপিতে এগিয়ে ফুলকি সিরিয়ালের সঙ্গেই শুরু হয় অন্বেষার সন্ধ্যাতারা। কিন্তু ফুলকি রমরমিয়ে চললেও বন্ধ হয়ে যাচ্ছে এই সিরিয়ালটি। আর এই সিরিয়াল শেষ হতেই মন খারাপ অন্বেষার। 

একটি মনখারাপ করা দীর্ঘ পোস্ট শেয়ার করলেন অন্বেষা ফেসবুকে। লিখলেন, ‘আজ ‘সন্ধ্যাতারা’ দূরদর্শনে শেষবারের মতো সম্প্রচারিত হবে। আমায় বলতে বললে, আমি বালতি বালতি বলতে পারি, কিন্তু লেখাটা একটু ‘মিয়াউওওওওওওওওও’ হয়ে যায়। আমার কাছে প্রতিটি কাজ সিঁড়িতে ওঠা। কিন্তু কিন্তু কিন্তু আমি খুব মিস করছি আমার টিম কে…’। এরপর অন্বেষা আরও বলেন, ‘প্রতিটা প্রজেক্টের যাত্রা যত দিনের হোক না কেন…. প্রত্যেকটা কাজের শেষে আমার সবচেয়ে বড় পাওনা হল সবার সাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করতে পারাটা।আর আপনারা যারা প্রতিদিন আমাদের দেখেন…. বলাই বাহুল্য যে কোন চ্যানেলের প্রতিটা মেগাই, প্রতিটা কাজ শুধু মাত্র আপনাদেরই জন্য। এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর বলতেই হয় লাস্ট বাট নট দা লিস্ট ‘দি সাহানা’, পাপান, বড় হুলি, চিম চিম দি, গুড্ডি দি, সৈকত দা আই লাব উ তোমাদের। স্টার জলসাকে আমার অনেক অনেক ভালোবাসা। আপাতত বাই বাই, টাটা…. Fir Milenge chalte chalte’।

আরও পড়ুন

Advertisement

সন্ধ্যা ও তারা এই দুই বোনের গল্প ছিল। যেখানে বোনের ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে হয় দিদি সন্ধ্যার। এরপরই শুরু হয় সন্ধ্যার নানান ধরনের মজার কীর্তিকলাপ, যার জেরে কঠিন সমস্যাও সমাধান করে ফেলেন সন্ধ্যা। শাশুড়ির খুব আদরের বউ ছিলেন সন্ধ্যা।  এক বোনের অন্যের জন্য স্বার্থত্যাগ করার গল্প ভীষণ পছন্দ হয়েছিল দর্শকদের। টিআরপিও থাকত ৬-এর ঘরে, কখনও ৭ প্লাসও। তবে বিপরীতে থাকা ফুলকি-কে একবারও হারাতে পারেনি এই যা!এর আগে অন্বেষাকে দেখা গিয়েছিল চুনী পান্না সিরিয়ালে। তবে অভিনেত্রীর প্রথম কাজ ছিল কাজল লতা। সন্ধ্যাতারা সিরিয়াল শেষ হতেই সোমবার থেকে শুরু বঁধুয়া। দেখা যাক এই সিরিাল মন জয় করতে পারে কিনা। 

Advertisement