মিঠাই বাংলার দর্শকদের বেশ মিষ্টিই লাগছে। রেটিং চার্টই তার প্রমাণ দিচ্ছে। কারণ গত কয়েক সপ্তাহ ধরে রেটিংয়ের এক নম্বর স্থানটা এক প্রকার বুক করেই রেখেছে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক। ৯.৩ পয়েন্ট নিয়ে আপাতত সেই স্থানে মিঠাই স্থির। ২ নম্বর থেকে উপর নীচে হচ্ছে অন্যান্য ধারাবাহিক গুলি।
টানা দুসপ্তাহ দুই এবং তিন নম্বর স্থানে জি বাংলার আরও দুই জনপ্রিয় ধারাবাহিক রয়েছে। ৮.৩ পয়েন্ট পেয়ে দুইয়ে রয়েছে অপরাজিতা অপু। ধারাবাহিকে অপুর বিয়ে নিয়ে সাংসারিক টানাপোড়েন টিআরপি ধরে রেখেছে। তিন নম্বরে ৮.২ পয়েন্ট নিয়ে রয়েছে ধারাবাহিক কৃষ্ণকলি। কয়েক সপ্তাহ আগেও এক নম্বর স্থানে ছিল ধারাবাহিকটি। ৭.৬ পয়েন্ট পেয়ে চার নম্বরে শেষ করেছে স্টার জলসার ধারাবাহিক খড়কুটো। এক সময় টানা পাঁচ সপ্তাহ প্রথম স্থান ধরে রাখা ধারাবাহিকের জনপ্রিয়তায় ভাটা পড়েছে খানিকটা।
নেট পাড়াতেও বহু দর্শক খড়কুটোর চলন নিয়ে প্রশ্ন তুলেছেন। ধারাবাহিকের অন্যতম মূল চরিত্র গুনগুন-কে নিয়েও খানিকটা যেন বিরক্ত দর্শকদের একাংশ। এ দিকে ধারাবাহিকে মা হতে চলেছে মিষ্টি। তা নিয়ে মুখোপাধ্যায় পরিবারে খুশি হাওয়া। কিন্তু এত কিছু সত্ত্বেও রেটিং পয়েন্টে কোনও উন্নতি হয়নি। গতত সপ্তাহে যুগ্মভাবে চতুর্থ ছিল জি বাংলার যমুনা ঢাকি। এ সপ্তাহে ৭.৩ পয়েন্ট পেয়ে পাঁচ নম্বরে। ছয় নম্বরে স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী।
সাত নম্বরে রয়েছে রাণী রাসমণি (৬.৯)। ৬.৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে স্টার জলসার তিন ধারাবাহিক, দেশের মাটি, গঙ্গারাম এবং মহাপীঠ তারাপীঠ। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে জীবন সাথী (৬.১) এবং খেলাঘর (৫.৩)। একটি বিষয় এখানে লক্ষ্যণীয়, গত কয়েক সপ্তাহের তুলনায় প্রত্যেক ধারাবাহিকের রেটিং পয়েন্ট উল্লেখযোগ্য ভাবে কমেছে।
এ সপ্তাহের সেরা চ্যানেলের শিরোপা বহু দিন পর উঠল জি বাংলার মাথায়। টানা কয়েক মাস ধরে স্টার জলসা এক নম্বর চ্যানেলের খেতাব ধরে রেখেছিল। দুই চ্যানেলের প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে, ৫৯৩ এবং ৫৭৯।