scorecardresearch
 

শতদ্রুর চ্যালেঞ্জকে কি বাজিমাত করতে পারবে দেহাতি এই মেয়ে? আসছে 'গ্রামের রাণী বীণাপাণি'

নতুন ধারাবাহিক 'গ্রামের রাণী বীণাপাণি' (Gramer Rani Binapani)-এর নায়িকা বীণাপাণি, একজন ব্যতিক্রমী সংকল্পবদ্ধ মেয়ে, যে একাই তাঁর গ্রামের কল্যাণ ও বিকাশের দায়িত্ব গ্রহণ করেন। মুখ্য চরিত্রে অভিনয় করবেন অ্যানমেরি টম (Annmary Tom) এবং হানি বাফনা (Honey Bafna)।

Advertisement
আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের রাণী বীণাপাণি' আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের রাণী বীণাপাণি'
হাইলাইটস
  • স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের রাণী বীণাপাণি'।
  • বীণাপাণি, একজন ব্যতিক্রমী সংকল্পবদ্ধ মেয়ে, যে একাই তাঁর গ্রামের কল্যাণ ও বিকাশের দায়িত্ব গ্রহণ করেন।
  • আগামী ৮ মার্চ থেকে প্রতিদিন রাত ৯ টায় স্টার জলসা এসডি এবং এইচডি- তে।

শুধু শহর কেন? আমাদের গ্রাম বংলায়ও রয়েছে কত উদ্যোগী এবং প্রতিভা রয়েছে। এরকমই এক মেয়ের গল্প আসছে স্টার জলসায়। নতুন ধারাবাহিক 'গ্রামের রাণী বীণাপাণি' (Gramer Rani Binapani) -এর নায়িকা বীণাপাণি, একজন ব্যতিক্রমী সংকল্পবদ্ধ মেয়ে, যে একাই তাঁর গ্রামের কল্যাণ ও বিকাশের দায়িত্ব গ্রহণ করেন।

বীণাপাণি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রভাবশালী উপস্থিতি অর্জন করে তাঁর গ্রামের বিভিন্ন অগ্রগতি প্রদর্শন করতে সক্ষম হয়। তার মধ্যে কৃষির উন্নতিতে নতুন প্রযুক্তির অগ্রগতি বাস্তবায়ন, পরিবহণের সহজলভ্যতা এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় দুর্যোগ পরিচালনা কার্যক্রমের সঙ্গে জড়িত নানা বিষয়।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

এদিকে শহরে বাস করেন, ধনী, প্রভাবশালী ব্যবসায়ী শতদ্রু। যিনি 'শক্তি রাইস অ্যান্ড এবং ফ্লাওয়ার'-র মালিক। কৃষকদের লাভের ভাগ দিতে অন্যায়ভাবে অস্বীকার করায় বীণাপাণি শতদ্রুর সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দেন। সেই সময়ে শতদ্রু বীণাপাণিকে তাঁর সংস্থা চালানোর জন্যে চ্যালেঞ্জ জানান। বীণাপাণিকে সংস্থাটি পরিচালনা করতে  বলা হয়, সেখানে তিনি উন্নয়ন আনতে পারেন কিনা তা দেখার জন্যে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

Advertisement

টেন্ট প্রোডাকশনস প্রযোজিত,'বীণাপাণি'-তে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অ্যানমেরি টম (Annmary Tom) এবং হানি বাফনা (Honey Bafna)। এর আগে 'তিতলি' এবং 'কে আপন কে পর' -এর মতো সফল ধারাবাহিকগুলি টেন্ট প্রোডাকশনসের ব্যানারেই এসেছিল।  

নতুন এই ধারাবাহিকের বিষয়েশো চ্যানেলের মুখপাত্র বলেছেন, "আমরা বাংলাকে এমন এক প্রতীকী মহিলা চরিত্রের সঙ্গে উপস্থাপনের অপেক্ষায় রয়েছি, যিনি একটি গ্রামের মেয়ের চেতনাবাদী ধারণাকে চ্যালেঞ্জ জানাবে। আমাদের বিভিন্ন গ্রামে যে প্রতিভা এবং সম্ভাবনা রয়েছে তা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এখানে। বীণাপাণি চরিত্রটি সম্পর্কে যা অনন্য তা হ'ল তিনি সোশ্যাল মিডিয়ার শক্তিকে একটি সিস্টেমের পরিবর্তন আনার জন্যে ব্যবহার করবেন ।"

আরও পড়ুন: রাজনৈতিক চাপে বন্ধ হল নাটক, 'ক্ষমতাসীনদের নাড়িয়ে দিলাম' ক্ষুব্ধ হলেও খুশি ঋতব্রত 

বীণাপাণি কি 'শক্তি রাইস অ্যান্ড এবং ফ্লাওয়ার'-র নিয়ম কানুনে পরিবর্তন এনে শেষ পর্যন্ত তাঁর গ্রামের উপকার করতে সক্ষম হবেন? অন্যদিকে গ্রামের এক মেয়ের জন্যে এত বড় ত্যাগ করার পিছনে শতদ্রুর বা কি উদ্দেশ্য আছে? তাঁরা দুজনে কি নিজেদের পার্থক্যের অতীত ভুলে কোনও মধ্যম জায়গা খুঁজে পাবেন?এই সব উত্তর মিলবে আগামী ৮ মার্চ থেকে প্রতিদিন রাত ৯ টায় স্টার জলসা এসডি এবং এইচডি- তে।

Advertisement