scorecardresearch
 

Indrani Dutta: বিরতির মতো ফের ছোট পর্দায় ইন্দ্রাণী! মাঝে ফিরিয়েছেন ১২টি মেগার প্রস্তাব

Indrani Dutta: 'জীবন সাথী' ধারাবাহিকে সালঙ্কারা বন্দ্যোপাধ্যায় চরিত্রে সকলের নজরে কেড়েছিলেন অভিনেত্রী। এরপর ছোট পর্দায় তাঁকে দেখা যায়নি প্রায় ৩ বছর। বিরতির পর ফের বাংলা টেলিভিশনে দেখা গেল ইন্দ্রাণীকে। 

Advertisement
ইন্দ্রাণী দত্ত (ছবি: ফেসবুক) ইন্দ্রাণী দত্ত (ছবি: ফেসবুক)

বড় পর্দা, ছোট পর্দা থেকে মঞ্চ, বিনোদন জগতের অত্যন্ত পরিচিত নাম ইন্দ্রাণী দত্ত। 'জীবন সাথী' ধারাবাহিকে সালঙ্কারা বন্দ্যোপাধ্যায় চরিত্রে সকলের নজরে কেড়েছিলেন অভিনেত্রী। এরপর ছোট পর্দায় তাঁকে দেখা যায়নি প্রায় ৩ বছর। বিরতির পর ফের বাংলা টেলিভিশনে দেখা গেল ইন্দ্রাণীকে। 

সম্প্রতি জি বাংলার 'জগদ্ধাত্রী' ধারাবাহিকে দর্শক দেখছেন ইন্দ্রাণী দত্তকে। কেন এতদিনের বিরতি ছিল? হঠাৎ কেন এই  বাংলা মেগাকে বেছে নিলেন অভিনেত্রী? সংবাদমাধ্যমকে তিনি জানান,  “অভিনয়, নাচ আমার নেশা। করোনা পরিস্থিতির সময় আমরা সবাই যখন বাড়িতে, সে সময় স্নেহাশিস চক্রবর্তী আমায় 'জীবনসাথী' ধারাবাহিকে অভিনয়ের কথা বলেন। ভালই লেগেছিল। কিন্তু ছোট পর্দায় কাজ করলে জীবনের বাকি কাজ করা যায় না। তাই মাঝে আমি ১২টা সিরিয়ালের সুযোগ ছেড়েছি। 'জগদ্ধাত্রী'–তে কাজ করার কথা যখন আমায় বলা হয়, তখন তা শুনে মনে হয়েছিল এখানে নিজের নাচটাও চালাতে পারব। আবার অভিনয়ের চর্চাও থাকবে। এছাড়া টিআরপিও তুঙ্গে। তাই লুফে নিলাম এই সুযোগটা।" 

বর্তমানে ইন্দ্রাণী দত্ত মূলত ব্যস্ত নিজের নৃত্য প্রতিষ্ঠান নিয়ে। অভিনয়ের পাশাপাশি সমান তালে নাচ চালিয়ে গিয়েছেন তিনি। নৃত্য প্রতিষ্ঠান শুরুর আগে, তাঁর নিজস্ব নাচের দল ছিল। বর্তমান তাঁর প্রতিষ্ঠানের জনপ্রিয়া শহর, রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ অবধি গড়িয়েছে। 

আরও পড়ুন

প্রসঙ্গত, ১৯৮৭ সালে রজত দাস পরিচালিত 'পাপ পুণ্য' ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ইন্দ্রাণী দত্ত। এরপর তিন দশকের বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছে তিনি। তাঁর শেষ অভিনীত ছবি 'কলকাতায় কোহিনূর'। এর আগে 'বেলা শেষে', 'বেলা শুরু', 'নায়িকার ভূমিকায়', 'সেদিন বসন্তে'-র মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন ইন্দ্রাণী।   

 

Advertisement

Advertisement