'শ্রীময়ী' শেষ হওয়ার পর থেকেই ছোট পর্দার দর্শকেরা মিস করছেন তাঁকে। বড় পর্দায় দেখা মিললেও, রোজ টেলিভিশনের পর্দায় দেখার সাধ কি তাতে মেলে? বুঝতেই পারছেন, কথা হচ্ছে অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে (Indrani Halder) নিয়ে। বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল ফের 'পরমা' হয়ে সকলের সামনে আসবেন তিনি। সেই খবরের মাঝেই টেলিপাড়ায় শোনা যাচ্ছে আরও এক নতুন খবর। 'গোয়েন্দা গিন্নি' নয়, বরং একটি নন- ফিকশন শো (Non Fiction Show) নিয়ে আসছেন অভিনেত্রী।
আজতক বাংলার তরফে ইন্দ্রাণীকে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এখনই এবিষয় কিছু চূড়ান্ত হয়নি, তাই কথা বলতে পারব না। এই মাসের দ্বিতীয় সপ্তাহের পর জানতে পারব। তবে 'গোয়েন্দা গিন্নি' এখনই শুরু হচ্ছে না।" অভিনেত্রী এবিষয় মুখে কুলুপ আঁটলেও টেলিপাড়া বলছে অন্য কথা।
শোনা যাচ্ছে জি বাংলাতেই আসছে নতুন নন -ফিকশন শো। আর সেখানে সঞ্চালিকার দায়িত্ব সামলাবেন ইন্দ্রাণী হালদার। এই শো নাকি হবে সব বয়সী দর্শকদের কথা মাথায় রেখেই। টেলিপাড়ার এক সূত্রের আবার দাবি, ইন্দ্রাণীর নতুন শো ভ্রমণকেন্দ্রিক। যদিও অনেকে এই খবর শুনে প্রশ্ন তুলেছেন, তাহলে কি শেষ হয়ে যাবে রচনা বন্দ্যোপাধ্যায়ের 'দিদি নম্বর ১'-র এই সিজন? সেই উত্তর এখনও মেলেনি চ্যানেলের তরফে। তবে নতুন শো-এর ফরম্যাট 'দিদি নম্বর ১'-র থেকে সম্পূর্ণ আলাদা হবে, সেকথা জানা যাচ্ছে।
প্রসঙ্গত, বেশ কিছু সময়ের বিরতির পর কিছুদিন আগে 'কুলের আচার' ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেছেন ইন্দ্রাণী হালদার। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মেও ডেবিউ করছেন তিনি এবছরই। হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। তবে নতুন রূপে দর্শকদের জন্য তিনি কোন চমক নিয়ে আসছেন, তা সময়ই বলবে।