scorecardresearch
 

মুম্বইয়ের হোটেলে NCB-র তল্লাসি! মাদকসহ গ্ৰেপ্তার টলিউড অভিনেত্রী

মুম্বইয়ের ক্রাউন হোটেলে তল্লাসির পর টলিউড অভিনেত্রীকে গ্ৰেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau / NCB)। সেখান থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা মূল্যের মাদক।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • মুম্বইয়ের হোটেলে NCB-র তল্লাসি।
  • গ্ৰেপ্তার এক টলিউড অভিনেত্রী।
  • উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ মাদক।

মুম্বইয়ের ক্রাউন হোটেলে তল্লাসির পর টলিউড অভিনেত্রীকে গ্ৰেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau / NCB)। সেখান থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা মূল্যের মাদক।

গত ২ জানুয়ারী তল্লাসির পর মুম্বইয়ের মিত্রা রোডের হোটেল থেকে উদ্ধার হয় ৪০০ গ্ৰাম এমডি, যার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এদিন মুম্বইয়ের পশ্চিম শহরতলীর দুটি জায়গায় তল্লাসির চালানোর পরই এই হোটেলের খোঁজ মেলে। এরপরই ওই টলিউড অভিনেত্রীকে গ্ৰেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা। তাঁকে জিজ্ঞাসাবাদের করা হবে সোমবার এনসিবি অফিসে। ড্রাগ সরবরাহকারী শায়েদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেই খবর। খবর অনুযায়ী ড্রাগ সরবরাহকারী চাঁদ মহম্মদকে সেই সময়ই ধরা পড়েছেন কিন্তু শায়েদ এই মুহূর্তে পলাতক।  

আরও পড়ুন: টি-শার্টে লেখা, 'Love is Power,' ভাইকে নিয়ে বাড়ি খুঁজছেন রিয়া, ধরা পড়ল ছবি

শোনা গিয়েছে, গত ১৪ জুন সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর মাদক মামলা শুরু হয় বলিউডে। তখন আবারও করণের ঘরোয়া পার্টির ভিডিও নিয়ে ফের শুরু হয় চর্চা। এর পরেই গত ১৭ ডিসেম্বর মাদক মামলায় সমন পাঠানো হয় করণ জোহরকে। ইতিমধ্যে করণের আইনজীবী সমস্ত তথ্য তুলে দিয়েছেন এনসিবি কর্তাদের হাতে। 

এখনও পর্যন্ত ড্রাগ ইস্যুতে প্রায় ২৩ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা। যার মধ্যে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), তাঁর ভাই শোভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দিপেশ সাওয়ান্তও ছিলেন। এছাড়াও দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রকুলপ্রীত সিংয়ের মতো অভিনেত্রীদেরও জিজ্ঞাসাবাদ করেছে NCB।

Advertisement