scorecardresearch
 

পুজোয় প্রিয়জনেদের সঙ্গে বাড়িতেই কাটাবেন প্রিয়াঙ্কা

অতিমারীর মধ্যেই বাড়িতে আসছে উমা। দেবী বোধনের আর হাতে গোনা দিন বাকী‌। করোনা আবহে চলতি বছরে বাড়িতে থেকে ভার্চুয়াল পুজোর উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই পুজোয়, ছেলে সহজ-র সঙ্গে বাড়িতেই সময় কাটাবেন প্রিয়াঙ্কা সরকার। ছোটোবেলার পুজোর স্মৃতিচারণ করলেন অভিনেত্রী। 

Advertisement
 প্রিয়াঙ্কা সরকার (ছবি সৌজন্য: ফেসবুক) প্রিয়াঙ্কা সরকার (ছবি সৌজন্য: ফেসবুক)
হাইলাইটস
  • পুজোয়, প্রিয়জনেদের সঙ্গে বাড়িতেই সময় কাটাবেন প্রিয়াঙ্কা সরকার।
  • ছোটোবেলার পুজোর স্মৃতিচারণ করলেন অভিনেত্রী।
  • সকলকে পুজোর সময় বাড়িতে থাকার বার্তা প্রিয়াঙ্কার।

অতিমারীর মধ্যেই বাড়িতে আসছে উমা। দেবী বোধনের আর হাতে গোনা দিন বাকী‌। করোনা আবহে চলতি বছরে বাড়িতে থেকে ভার্চুয়াল পুজোর উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই পুজোয়, ছেলে সহজ-র সঙ্গে বাড়িতেই সময় কাটাবেন প্রিয়াঙ্কা সরকার। ছোটোবেলার পুজোর স্মৃতিচারণ করলেন অভিনেত্রী। 

ছোটবেলায় নতুন জামার সঙ্গে ক্যাপ বন্দুক কেনার জন্যে বায়না করতেন প্রিয়াঙ্কা। আনন্দমেলা কিংবা শুকতারা -র গল্প পড়ার প্রতিযোগিতা চলতো বন্ধুদের সঙ্গে। তার সঙ্গে অপেক্ষা করে থাকতেন, মহালয়ার পড়েই তাঁর মা ও দিদিমার হাতের নারকেল নাড়ু ও নিমকি খাওয়ার। বলতে বলতে ছেলের সঙ্গে নাড়ুও পাকালেন প্রিয়াঙ্কা।

কাজের চাপে এখন আর সেই ভাবে আনন্দ করা হয়না বলে মন খারাপ অভিনেত্রীর। পুজোর আগে একটি ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা, যেখানে ফুটে উঠেছে আদরের সবুজের সঙ্গে কাটানো বিভিন্ন মুহুর্ত।

সকলের জন্যে শুভ কামনা করে, ভিডিওতে প্রিয়াঙ্কার বার্তা, " কাছের মানুষদের আরও কাছে রেখে, প্রিয়জনেদের সঙ্গে নিজেকে ভালো রেখে, ভাগ করে নেব উৎসবের আনন্দ"। 

 

 

প্রসঙ্গত, 'চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে বড় পর্দায় হাতে খড়ি প্রিয়াঙ্কার। এর পর থেকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শক মন জয় করেছেন তিনি। ২০০০ সালে অভিনেতা রাহুল ব্যানার্জি-র সঙ্গে বিয়ে হলেও তার সাত বছর পর ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। অভিনয়ের পাশাপাশি ছেলে সহজ -কে সময় দেওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই শেয়ার করেন সেই ছবি ও ভিডিও।

Advertisement